হায়দরাবাদ, 20 মার্চ: তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে বুধবার শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণাণ ৷ ঝাড়খণ্ডের পাশাপাশি এবার তেলেঙ্গানারও অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি ৷ তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি অলোক আরাধে নয়া রাজ্য়পাল হিসেবে রাধাকৃষ্ণাণকে শপথবাক্য পাঠ করান ৷ তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে এদিন রাজভবনে উপস্থিত ছিলেন হরিয়ানার রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি, তাঁর মন্ত্রিসভার সহকর্মী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ৷
তামিলিসাই সুন্দররাজনের পদত্যাগের পরে রাধাকৃষ্ণাণকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়। রাষ্ট্রপতি ভবনের বিবৃতি অনুসারে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজনের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। এর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর সিপি রাধাকৃষ্ণাণকে তেলেঙ্গানা রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সঁপে দিয়েছেন যতদিন না পর্যন্ত পূর্ণসময়ের জন্য রাজ্যপাল নিয়োগ হচ্ছে ৷