কোটা, 18 অক্টোবর:জেইই মেইন (JEE MAIN) পরীক্ষায় একাধিক পরিবর্তনের সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ৷ কোভিড পূর্ববর্তী নিয়মেই ফের পরীক্ষা নেওয়া হবে বলে জানাল কেন্দ্রীয় সংস্থা ৷ সেই সঙ্গে, ইচ্ছে মতো প্রশ্ন বাছাই করতে পারবেন না পরীক্ষার্থীরা ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল এনটিএ ৷ তবে এখনও পর্যন্ত পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়নি ৷
কোভিড-19 সময় পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পরীক্ষার নিয়মে একাধিক পরিবর্তন এনেছিল এনটিএ ৷ 2024 সাল পর্যন্ত সেই নিয়মেই এই পরীক্ষাটি পরিচালনা করা হচ্ছিল ৷ তবে এবার কোভিড পূর্ববর্তী নিয়মেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনটিএ ৷ এতদিন প্রশ্নপত্রের বি-বিভাগে 10টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর লিখতে হত পরীক্ষার্থীদের ৷ তবে এবার সেখানে শুধুমাত্র 5টা প্রশ্ন থাকবে ৷ প্রতিটি প্রশ্নেরই উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের ৷
এনটিএ-এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রে দু'টি বিভাগ থাকবে ৷ এ-বিভাগে থাকবে 20টি প্রশ্ন এবং বি-বিভাগে থাকবে 5টি প্রশ্ন ৷ প্রতিটি প্রশ্নেরই উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের ৷ কোভিডের আগে এই নিয়মেই পরীক্ষা পরিচালনা করা হত ৷ তবে কোভিডের কারণে JEE MAIN 2021 পরীক্ষায় খানিক শিথিলতা আনা হয় ৷ এবার সেই নিয়মেই পরিবর্তন আনা হল ৷ সুতরাং, ইঞ্জিনিয়র হওয়ার প্রবেশিকা পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্ক, প্রতিটি বিষয়ে 25টি করে প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের ৷