পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

5 দিনে 50 হাজার আবেদন, বিদেশি শহরে বসেও দেওয়া যাবে জয়েন্ট এন্ট্রান্স - JEE ADVANCED 2024

JEE Exam 2024: প্রথমে বিদেশে বসে জয়েন্ট দিতে পারবে না বলে ঘোষণা করেও পিছু হঠল আইআইটি মাদ্রাজ ৷ পরবর্তীতে তিনটি বিদেশি শহরের কথা অনলাইন আবেদনে পরীক্ষার্থীরা বেছে নিতে পারবেন বলে জানায় কর্তৃপক্ষ ৷ তালিকায় কোন তিনটি বিদেশি শহরের কথা রয়েছে ?

বিদেশে থেকেও দেওয়া যাবে জয়েন্ট এন্ট্রান্স, JEE Mains Exam 2024
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2024

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 8:15 AM IST

কোটা, 2 মে: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম অ্যাডভান্সড (JEE Advanced 2024) ৷ 26 মে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ দ্বারা আয়োজিত হবে এই পরীক্ষা । যার জন্য 27 এপ্রিল থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে । প্রার্থীরা 7 মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন । এখন পর্যন্ত 50 হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছেন ।

শিক্ষা বিশেষজ্ঞ দেব শর্মা জানিয়েছেন, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা মেন (JEE MAIN 2024) থেকে 2 লাখ 50 হাজার 284 জন যোগ্য প্রার্থী এই পরীক্ষায় অংশ নিতে পারবেন । ভারতের 222টি শহরে এই পরীক্ষা নেওয়া হবে । এছাড়া বিদেশি প্রার্থীদেরও পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে । আইআইটি মাদ্রাজ সমস্ত প্রার্থীদের তিনটি বিদেশি শহরেও পরীক্ষা দেওয়ার সুবিধা দিয়েছে এবার । যার মধ্যে রয়েছে নেপালের কাঠমান্ডু, সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবি এবং দুবাই ৷ এমন পরিস্থিতিতে দেশ-বিদেশের 225টি শহরে পরীক্ষার্থীরা এই পরীক্ষা দিতে পারবেন । প্রার্থীকে অনলাইন আবেদনের সঙ্গে পরীক্ষা দেওয়ার শহর বেছে নিতে হবে । পরীক্ষা কেন্দ্র নির্বাচনের জন্য 8টি শহর বেছে নিতে পারবে পরীক্ষার্থীরা ।

দেব শর্মা আরও জানান, আইআইটি মাদ্রাজ প্রথমেই তথ্য প্রকাশের সঙ্গে ঘোষণা করেছিল যে এই পরীক্ষাটি কোনও বিদেশি শহর থেকে দেওয়া যাবে না ৷ তবে এখন অনলাইন আবেদনে প্রার্থীদের তিনটি বিদেশি শহরে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে ৷ জেইই অ্যাডভান্সডের মাধ্যমে সারা দেশে 23টি আইআইটিতে 17,500 টিরও বেশি আসনে ভর্তি হওয়া যাবে ।

আরও পড়ুন :

  1. মেডিক্যাল প্রবেশিকায় অ্যাডমিট কার্ড কীভাবে পাবেন ? জানাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি
  2. রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, তাপপ্রবাহের মধ্যে পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

ABOUT THE AUTHOR

...view details