বারাণসী, 25 অগস্ট:ছোট্ট গোপালের আরাধনায় একেবারে সাজো সাজো রব ৷ প্রতিবছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। এবছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কবে পালিত হবে তা নিয়ে রয়েছে ধন্দ ৷ অনেকেই বলছেন, 26 অগস্ট অর্থাৎ আগামিকাল ৷ আবার কেউ কেউ বলছেন, 27 অগস্ট মঙ্গলবার ৷ এই প্রতিবেদনে জেনে নিন এবছর কবে পালিত হবে জন্মাষ্টমী ও ঠিক কোন সময়ে কৃষ্ণের আরাধনা করবেন।
জন্মাষ্টমী পালন-
- ইটিভি ভারত এনিয়ে কাশীর পণ্ডিত ঋষি দ্বিবেদীর সঙ্গে কথা বলে ৷ তিনি জানান, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিকে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি বলে মনে করা হয় ৷ তবে শুধু তিথিই নয়, শ্রী কৃষ্ণ যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন তাও গুরুত্বপূর্ণ। সেই নক্ষত্র হল রোহিণী নক্ষত্র ৷ এবার এই নক্ষত্র নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে ৷ কেউ সোমবার আবার কেউ মঙ্গলবার জন্মাষ্টমী পালনের প্রস্তুতি নিচ্ছেন।
- তিনি আরও জানান, এবারের জন্মাষ্টমী ব্রত আশ্চর্যজনক এবং একটু আলাদা ৷ কারণ অষ্টমীর সঙ্গে মধ্যরাতে রোহিণী নক্ষত্রের জয়ন্তী নামে একটি যোগ তৈরি হয়েছে ৷ এই ধরনের সংমিশ্রণ খুব বিরল। ভগবান শ্রীকৃষ্ণ বৃষ রাশির চন্দ্র লগ্নের রোহিণী নক্ষত্রের মধ্যরাতে ভাদ্রপাদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন।
- ভগবান বিষ্ণুর দশাবতারের মধ্যে, ভগবান কৃষ্ণকে সবচেয়ে বিশিষ্ট পূর্ণাবতার হিসাবে বিবেচনা করা হয় ৷ এবছর জন্মাষ্টমী 26 এবং 27 অগস্ট উভয় তারিখে উদযাপিত হবে। তিথি অনুসারে, 26 অগস্ট জন্মাষ্টমীর উপবাস পালন করা হবে। একই সময়ে 27 অগস্ট গোকুল ও বৃন্দাবনে কৃষ্ণ জন্মোৎসব পালিত হবে। এবার যদি গৃহকর্তারা 26 অগস্ট জন্মাষ্টমী উদযাপন করেন তাতে কোনও অসুবিধা নেই ৷ তবে বৃন্দাবনের মথুরায় 27 অগস্ট গোকুলাষ্টমী (উদয়কালের অষ্টমী) পালিত হবে।
জন্মাষ্টমী তিথি-
- পণ্ডিতের কথায়, "উদয়ব্যাপিনী রোহিণী বৈষ্ণবজন অনুগামীরা 27 অগস্ট শ্রীকৃষ্ণ ব্রত পালন করবেন। ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি 26 অগস্ট সকাল 08.20 মিনিটে শুরু হবে যা 27 অগস্ট সকাল 06.34 মিনিট পর্যন্ত থাকবে। রোহিণী নক্ষত্র 26 অগস্ট রাত 09.10-এ শুরু হবে যা 27 অগস্ট রাত 08.23 পর্যন্ত চলবে।" এর পাশাপাশি অন্যান্য পঞ্জিকা অনুযায়ী এবছর জন্মাষ্টমী পালিত হবে আগামী 26 অগস্ট সোমবার। অষ্টমী পড়বে রাত 3টে 40 মিনিটে এবং বেলা 2টো 20 মিনিট পর্যন্ত অষ্টমী থাকবে।