শ্রীনগর, 10 নভেম্বর: সরকারি পরীক্ষায় বাড়ল বয়সের ঊর্ধ্বসীমা! প্রার্থীদের দাবি মেনে নিল জম্মু-কাশ্মীরের ওমর আবদুল্লার সরকার ৷ 2024 সালের কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম (সিসিই)-এ বয়সের ঊর্ধ্বসীমা এক বছরের জন্য শিথিল করার সিদ্ধান্ত হয়েছে । গত চার বছর ধরে প্রার্থীরা এই দাবি করে আসছিলেন । এরপরই এল শিথিলতা। পাশাপাশি পুলিশের চাকরির বয়সসীমাও শিথিল করার কথা ভাবছে সরকার।
জম্মু ও কাশ্মীর সরকারের আধিকারিক সঞ্জীব ভার্মা বলেন, "জম্মু ও কাশ্মীর সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর করা হল ৷ 2018 সালে যে নিয়ম লাগু হয়েছিল তাতে কয়েকটি পরিবর্তন করা হয়েছে। এর ফলে কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামের জন্য সংরক্ষিত বিভাগ থাকছে। পাশাপাশি চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা 37 বছর করা হয়েছে ৷ শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা এখন থেকে 38 বছর ।’’
কেন্দ্রীয় সরকার 370 এবং 35A ধারা রদ করার পর সাধারণ শ্রেণির প্রার্থীদের জন্য সিসিই পরীক্ষার বয়সের উচ্চসীমা 32 বছরে নামিয়ে আনা হয়েছিল ৷ সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সসীমা ছিল 35। এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু করেন ছাত্ররা ৷ ন্যাশনাল কনফারেন্স বয়সসীমা পুনর্বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে।