পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রয়াত দেবেন্দ্র সিং রানা, বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ মোদি-শাহের - BJP MLA DEVENDER SINGH RANA

প্রয়াত জম্মু-কাশ্মীরের বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিং রানা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 59 বছর ৷

BJP MLA DEVENDER SINGH RANA
প্রয়াত দেবেন্দ্র সিং রানা (এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2024, 11:18 AM IST

Updated : Nov 1, 2024, 11:58 AM IST

জম্মু, 1 নভেম্বর: প্রয়াত জম্মু-কাশ্মীরের বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিং রানা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 59 বছর ৷ জম্মু-কাশ্মীরের নাগরোতা বিধানসভা কেন্দ্রে বিধায়ক ছিলেন তিনি ৷ বৃহস্পতিবার হরিয়ানার ফ্রয়দাবাদের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি ৷

উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং-এর ছোট ভাই ছিলেন তিনি ৷ দলের শীর্ষ নেতার মৃত্যুতে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷

ব্যবসা থেকে রাজনীতিতে আসেন দেবেন্দ্র রানা ৷ উপত্যকার রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি ৷ দু'দশক ধরে ন্যাশনাল কনফারেন্সের সদস্য ছিলেন দেবেন্দ্র রানা ৷ জম্মু-কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ঘনিষ্ঠ ছিলেন ৷ জম্মু অঞ্চলের প্রভাবশালী ডোগরা সম্প্রদায়ের হয়ে বহুবার সুর চড়িয়েছেন তিনি ৷

2014 সালের বিধানসভা নির্বাচনে এনসি দলের টিকিটে লড়াই করে নাগরোতা কেন্দ্রে জয় ছিনিয়ে নেন ৷ 2021 সালের অক্টোবরে ন্যাশনাল কনফারেন্স থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন দেবেন্দ্র রানা ৷

2024 সালে জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে নাগরোটা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়াই করেন দেবেন্দ্র রানা ৷ নিকটবর্তী ন্যাশনাল কনফারেন্স প্রতিদ্বন্দ্বী জোগিন্দর সিং-কে 30 হাজার 472 ভোটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বার নাগরোতার বিধায়ক হন তিনি ৷

তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি শোকপ্রকাশ করেন জম্মু-কাশ্মীরের উপ-মুখ্য়মন্ত্রী সুরিন্দ্র কুমার চৌধুরি ৷

এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহেবুবা মুফতি এবং বিজেপির মুখপাত্র সাজিদ ইউসুফ ৷

পড়ুন:প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রধান বিবেক দেবরায় প্রয়াত, শোকপ্রকাশ মোদি-মুর্মুর
Last Updated : Nov 1, 2024, 11:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details