জম্মু, 1 নভেম্বর: প্রয়াত জম্মু-কাশ্মীরের বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিং রানা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 59 বছর ৷ জম্মু-কাশ্মীরের নাগরোতা বিধানসভা কেন্দ্রে বিধায়ক ছিলেন তিনি ৷ বৃহস্পতিবার হরিয়ানার ফ্রয়দাবাদের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি ৷
উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং-এর ছোট ভাই ছিলেন তিনি ৷ দলের শীর্ষ নেতার মৃত্যুতে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷
ব্যবসা থেকে রাজনীতিতে আসেন দেবেন্দ্র রানা ৷ উপত্যকার রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি ৷ দু'দশক ধরে ন্যাশনাল কনফারেন্সের সদস্য ছিলেন দেবেন্দ্র রানা ৷ জম্মু-কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ঘনিষ্ঠ ছিলেন ৷ জম্মু অঞ্চলের প্রভাবশালী ডোগরা সম্প্রদায়ের হয়ে বহুবার সুর চড়িয়েছেন তিনি ৷