পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জালিয়ানওয়ালাবাগ স্মৃতি দিবস, শহিদদের স্মরণের দিন - Jallianwala Bagh Massacre - JALLIANWALA BAGH MASSACRE

Jallianwala Bagh Massacre: জালিয়ানওয়ালাবাগ গণহত্যা ৷ 13 এপ্রিল, 1919-এ এই ঘটনা হয় ৷ ভারতীয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলির মধ্যে একটি এই গণহত্যা । এই ঘটনার দ্বারা অনেক ভারতীয় স্বাধীনতার জন্য লড়াই করতে অনুপ্রাণিত হয়েছিল । প্রতি বছর 13 এপ্রিল মানুষ পার্কে নিহতদের সম্মান জানাতে সমবেত হন ।

Jallianwala Bagh
Jallianwala Bagh

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 11:00 PM IST

হায়দরাবাদ, 12 এপ্রিল: জালিয়ানওয়ালাবাগ গণহত্যা ৷ 1919 সালের 13 এপ্রিল ঘটেছিল পঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে ৷ 105 বছর আগের সেই দিনটিকে এখনও ভারতীয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিন বলা হয় ৷ যে ঘটনার অভিঘাতে ব্রিটিশদের দেওয়া ‘নাইটহুড’ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৷

কী ঘটেছিল সেদিন: বৈশাখী উপলক্ষ্য়ে 1919 সালের 13 এপ্রিল প্রায় 15-20 মানুষ জালিয়ানওয়ালাবাগে হাজির হয়েছিলেন ৷ পঞ্জাবের অমৃতসরের ছ’সাত একরের ওই মাঠে তাঁরা হাজির হয়েছিলেন ড. সত্যপাল ও ড. সইফুদ্দিনের গ্রেফতারির প্রতিবাদ করার জন্য ৷ কারফিউ উপেক্ষা করেই তাঁরা সেখানে হাজির হন ৷ ব্রিটিশ বাহিনীর নির্বিচারে চালানো গুলিতে সেদিন বহু মানুষের প্রাণ যায় ৷

কতজন মারা গিয়েছিলেন, সেই নিয়ে দ্বিমত রয়েছে ৷ ব্রিটিশ সরকার তদন্তের পর জানায় যে মৃতের সংখ্যা 379 ৷ কিন্তু কংগ্রেসের দাবি ছিল হাজারখানেকের বেশি মানুষ মারা গিয়েছেন ৷ এখনও সেখানে বুলেটের দাগ দেখা যায় ৷ এই ঘটনা ভারতের স্বাধীনতা সংগ্রামের অভিমুখ অনেকটাই বদলে দিয়েছিল ৷

উধম সিংয়ের প্রতিশোধ: জেনারেল ডায়ারের নির্দেশেই সেদিন গুলি চলেছিল ৷ সেই অমানবিক ঘটনার সাক্ষী ছিলেন উধম সিং ৷ চোখের সামনে সেদিন তিনি হাজার হাজার নিরাপরাধ মানুষকে মারা যেতে দেখেছিলেন ৷ তাই তিনিও প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন ৷ ওই ঘটনার সময় পঞ্জাবের গর্ভনর ছিলেন মাইকেল ও’ডয়ের ৷ 1940 সালে লন্ডনে তাঁকে হত্যা করেছিলেন উধম সিং ৷ তবে ততদিনে মারা গিয়েছেন জেনারেল ডায়ার ৷ 1927 সালে তিনি মারা যান সেরিব্রাল হেমারেজ ও আর্টেরিওস্কোলেরোসিসের কারণে ৷

জালিয়ানওয়ালাবাগ নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী: 10 এপ্রিল 2019, ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন ৷ ওই বছর ওই মর্মান্তিক হত্যাকাণ্ডের শতবর্ষ ছিল ৷ সেই প্রেক্ষিতেই ব্রিটেনের হাউস অফ কমন্সে তাঁর সাপ্তাহিক প্রশ্নের শুরুতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দুঃখপ্রকাশ করেছিলেন । এই ঘটনাকে তিনি ব্রিটিশ ভারতীয় ইতিহাসে ‘লজ্জাজনক দাগ’ হিসাবে বর্ণনা করেন ।

1997 সালে জালিয়ানওয়ালাবাগ পরিদর্শন করার আগে রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছিলেন, ‘‘এটি ভারতের সঙ্গে আমাদের অতীত ইতিহাসের একটি দুঃখজনক উদাহরণ ৷’’ এই বিষয়টিও থেরেসা মে-র বক্তব্যে ছিল ৷ তিনি বলেছিলেন, ‘‘যা ঘটেছে, তা নিয়ে আমরা গভীরভাবে অনুতপ্ত ।’’ তিনি সেদিন ভারত ও ব্রিটেনের বর্তমান সম্পর্কের কথা উল্লেখ করেছিলেন ৷ একই সঙ্গে জানিয়েছিলেন, ভারতীয় প্রবাসীরা ব্রিটিশ সমাজে বিরাট অবদান রাখেন ।

গণহত্যার স্থানে জালিয়ানওয়ালাবাগ মেমোরিয়াল: গণহত্যার শিকারদের স্মরণে 1951 সালে জালিয়ানওয়ালাবাগে একটি স্মৃতিসৌধ তৈরি করা হয় । প্রায় 6.5 একর জুড়ে বিস্তৃত এই পার্কটিতে ঘটনার সঙ্গে যুক্ত জিনিস রাখা হয়েছে ৷ দর্শনার্থীরা সেখানে গিয়ে এই জিনিসগুলি দেখতে পারেন ৷ প্রতি বছর 13 এপ্রিল মানুষ পার্কে সমবেত হন নিহতদের শ্রদ্ধা জানানোর জন্য ।

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতীয় ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা হিসাবে এখনও স্মরণ করা হয় এবং এর প্রভাব আজও অনুভব করা হচ্ছে । অনেক ভারতীয় এই ঘটনার দ্বারা তাদের স্বাধীনতার জন্য লড়াই করতে অনুপ্রাণিত হয়েছিল, যা দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য একটি স্ফুলিঙ্গ হিসাবে কাজ করেছিল ।

আরও পড়ুন:

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের 104 বছর, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details