নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি:স্যান্ডউইচের মধ্যে আস্ত একটা স্ক্রু ৷ এমনটাই দাবি করেছেন ইন্ডিগো বিমানের এক যাত্রী ৷ বিমানে সফররত অবস্থায় তাঁকে এই স্যান্ডউইচটি দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন ওই যাত্রী ৷ এই অভিজ্ঞতার কথা তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন ৷ স্ক্রু সমেত স্যান্ডউইচের ছবিটিও পোস্ট করেছেন ৷ বিমান সংস্থাটি অবশ্য দাবি করেছে যে, ওই যাত্রী বিমানে থাকাকালীন এ নিয়ে কোনও অভিযোগ জানাননি ৷
এই প্রসঙ্গে বিমান সংস্থা ইন্ডিগো একটি বিবৃতিতে জানিয়েছে, "1 ফেব্রুয়ারি, 2024 তারিখে বেঙ্গালুরু থেকে চেন্নাইয়ে যায় 6ই-904 বিমানটি ৷ এই বিমানের এক যাত্রী তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ৷ কিন্তু তিনি যখন বিমানে যাচ্ছিলেন, তখন এই ইস্যুটি নিয়ে কোনও অভিযোগ করেননি ৷"
তবে এই ঘটনায় দুঃখপ্রকাশ করে ইন্ডিগো জানিয়েছে, যে ছবিটি সোশাল মিডিয়ায় ঘুরছে ৷ সে নিয়ে ওই যাত্রী বিস্তারিত কিছু জানায়নি ৷ বিমানে যাত্রীদের দেওয়া খাবার প্রসঙ্গে ইন্ডিগো জানায়, "আমরা নামী এবং অত্যন্ত ভালো ক্যাটারারের কাছ থেকে খাবার আনাই ৷ খাবারের গুণগত মান এবং তার স্বাস্থ্যকর দিকটি যাতে ঠিকঠাক বজায় থাকে, সেদিকে খেয়াল রাখা হয় ৷ যাত্রীদের যে অসুবিধে হয়েছে, তার জন্য আমরা দুঃখিত ৷ বিমানের মধ্যে যতটা ভালো খাবার দেওয়া যায়, তাতে আমরা দায়বদ্ধ ৷"
এর আগেও ইন্ডিগো বিমানে এমন ঘটনা ঘটেছে ৷ তার জন্য শো-কজ নোটিশও পেয়েছে এই বিমান সংস্থা ৷ 2 জানুয়ারি খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক এফএসএসএআই ইন্ডিগোকে শো-কজ নোটিশ ধরায় ৷ সেবার এক যাত্রী স্যান্ডউইচের মধ্যে থেকে কৃমি পেয়েছিলেন ৷ বিমানে সফররত অবস্থায় তাঁকে ওই স্যান্ডউইচ দেওয়া হয় ৷ ঘটনাটি ঘটে গত 29 ডিসেম্বর দিল্লি থেকে মুম্বইগামী 6ই 6107 বিমানে ৷ ওই যাত্রী এই সংক্রান্ত ভিডিয়োটি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ এরপর এয়ারলাইন সংস্থা যাত্রীর কাছে ক্ষমা চেয়ে নেয় ৷
আরও পড়ুন:
- ইন্ডিগো বিমানে যাত্রীর খাবারে মিলল কৃমি, ক্ষমা চাইল কর্তৃপক্ষ
- দাম্পত্য কলহে বিমান বিভ্রাট! 'স্বামী আমায় হুমকি দিচ্ছেন', স্ত্রীর অভিযোগে পথঘুরে নয়াদিল্লিতে নামল বিমান
- টোকিয়োর রানওয়েতে অবতরণের সময় বিমানে ভয়াবহ আগুন, মৃত 5