নয়াদিল্লি, 12 এপ্রিল: মধ্যপ্রাচ্যে শান্তি কিছুতেই স্থায়ী হচ্ছে না । বিগত কয়েকদিনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইজরায়েল এবং ইরানের মধ্যে। সিরিয়ায় থাকা ইরানের দূতাবাসের উপর হামলার পর দু'দেশের মধ্যে থাকা উত্তেজনার মাত্রা বেড়েছে অনেকটাই। এমতাবস্থায় এই দুটি দেশে আপাতত ভারতীয়দের না যাওয়ার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। সেই সূত্র ধরে স্থানীয় সময় শুক্রবার ইজরায়েলের ভারতীয় দূতাবাস সে দেশে থাকা ভারতীয়দের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা আছে, নিরাপত্তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে গিয়েছে। এমতাবস্থায় ইজরায়েলে থাকা সমস্ত ভারতীয়দের শান্তি বজায় রাখতে অনুরোধ করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বেরতেও বারণ করা হয়েছে। পাশাপাশি, নিরাপদে থাকতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। একইসঙ্গে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে যা যা করা দরকার সেটা দূতাবাস করছে বলেও ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। ভারতের মতো নিজেদের নাগরিকদের সুরক্ষায় নির্দেশিকা জারির পথে হেঁটেছে আমেরিকাও। সেখানে বলা হয়েছে, যতদিন না পর্যন্ত পরিস্থিতির উন্নতি হচ্ছে ততদিন মার্কিন নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রিত করার পরামর্শ দেওয়া হয়েছে।