নয়াদিল্লি, 13 জুন: চিন ও পাকিস্তানের সর্বশেষ যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীরের কথা উল্লেখ করা হওয়ায়, তা নিয়ে সরব হল ভারত ৷ বৃহস্পতিবার ভারতের তরফে এই বিষয়টিকে ‘অবাঞ্ছিত’ বলে উল্লেখ করা হয়েছে ৷ পাশাপাশি জানানো হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে ৷ যে যৌথ বিবৃতি নিয়ে ভারত প্রতিবাদে সরব হয়েছে, তা সামনে আসে চলতি মাসের সাত তারিখ ৷ সেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও চিনের প্রধানমন্ত্রী লি ওয়াং এই যৌথ বিবৃতি দিয়েছিলেন ৷
এ দিন এই নিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "আমরা 7 জুন চিন ও পাকিস্তানের মধ্যে যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের অযৌক্তিক উল্লেখ লক্ষ্য করেছি । আমরা স্পষ্টভাবে এই ধরনের উল্লেখ প্রত্যাখ্যান করি ৷ এই ইস্যুতে আমাদের অবস্থান সংশ্লিষ্ট পক্ষের কাছে সামঞ্জস্যপূর্ণ এবং সুপরিচিত । জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে ৷’’