পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সীমান্ত সমস্যা মেটানোর লক্ষ্যে বৈঠকে ভারত-চিন - India China Talk - INDIA CHINA TALK

India-China Talk: উত্তপ্ত দু-দেশের সীমান্ত ৷ একাধিক বৈঠকের পরও হয়নি সুরাহা ৷ এই আবহে সীমান্ত বিষয়ক পরামর্শ ও সমন্বয়ের জন্য ওয়ার্কিং মেকানিজমের 29তম বৈঠক সেরে ফেলল ভারত ও চিন ৷ বৃহস্পতিবার, 27 মার্চ বেজিংয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 4:37 PM IST

নয়াদিল্লি, 28 মার্চ:দু-দেশের মধ্যে একাধিক বৈঠকের পরও সীমান্ত সমস্যা এখনও অব্যাহত ৷ উত্তপ্ত এই আবহে সীমান্ত বিষয়ক পরামর্শ ও সমণ্বয়ের জন্য ওয়ার্কিং মেকানিজমের 29তম বৈঠক সেরে ফেলল ভারত ও চিন ৷ বৃহস্পতিবার, 27 মার্চ বেজিংয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক ৷ বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব এবং চিনের হয়ে প্রতিনিধিত্ব করেন সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সীমানা ও মহাসাগরীয় বিভাগের মহাপরিচালক ৷

বৈঠকের পর ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ সেই বিবৃতি অনুযায়ী, "ভারত-চিন সীমান্ত অঞ্চলের পশ্চিম সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর কীভাবে সম্পূর্ণ বিচ্ছিন্নতা অর্জন করা যায় এবং অবশিষ্ট সমস্যাগুলি সমাধান করা যায় সে বিষয়ে উভয় পক্ষের মধ্যে গভীর আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক চুক্তির আওতায় কূটনৈতিক ও সামরিক যোগাযোগের মাধ্য়মে ভবিষ্য়তে সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে সম্মত হয়েছে উভয় দেশ ৷

উল্লেখ্য়, ভারতের অবিচ্ছেদ্য অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ হিসেবে দেখিয়ে গত বছর দেশের 'স্ট্যান্ডার্ড ম্যাপ' প্রকাশ করে চিন ৷ সেই থেকে আরও উত্তপ্ত হয়ে ওঠে দু-দেশের সম্পর্ক ৷ সীমান্তে শান্তি ফেরাতে গত 30 নভেম্বর বৈঠকে বসে ভারত ও চিন ৷ যদিও তারপরও সেই সম্পর্কের খুব একটা উন্নতি হয়নি ৷ সম্প্রতি, 'অরুণাচল প্রদেশ'কে 'জাংগান-চিনের ভূখণ্ডের অন্তর্নিহিত অংশ' বলে উল্লেখ করে তাকে পুনরুদ্ধারের দাবি জানায় চিনা প্রতিরক্ষা মন্ত্রক ৷ যদিও চিনের সেই মন্তব্যের তীব্র নিন্দা করে ভারত ৷ চিনের সেই দাবিকে 'অযৌক্তিক' এবং 'ভিত্তিহীন যুক্তি' বলে উল্লেখ করে ভারত ৷ বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানান হয়, উত্তর-পূর্ব রাজ্যটি ভারতের একটি "অবিচ্ছেদ্য এবং অবিচ্ছেদ্য অংশ।"

(পিটিআই)

আরও পড়ুন:

  1. পাকিস্তানে একের পর এক আত্মঘাতী বোমা হামলায় চিনা নাগরিকের মৃত্যু, দেখুন একনজরে
  2. 14 আসনের প্রার্থী ঘোষণা কংগ্রেসের, আমেঠি-রায়বরেলি আসন নিয়ে সাসপেন্স অব্যাহত
  3. কলকাতা বিমানবন্দরে কর্মরত সিআইএসএফ জওয়ানের আত্মহত্যা

ABOUT THE AUTHOR

...view details