পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফুটন্ত কেবিনে দীর্ঘক্ষণ কাজ! লোকো পাইলটদের চূড়ান্ত অব্যবস্থা সংসদে তুলে ধরবেন রাহুল - Rahul Gandhi on Loco Pilots

Rahul Gandhi on Loco Pilots: ভারতীয় রেলের লোকো পাইলটদের সমস্যা নিয়ে এবার লোকসভা ও রাজ্যসভা তোলপাড় করতে চলেছে বিরোধী 'ইন্ডিয়া জোট' ৷ শনিবার নয়াদিল্লি রেল স্টেশনে লোকো পাইলটদের সঙ্গে সাক্ষাতের পর, আজ এমনটাই জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷

By PTI

Published : Jul 7, 2024, 10:14 PM IST

Congress MP Rahul Gandhi meets Loco Pilots
লোকো পাইলটদের সঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 7 জুলাই: লোকো পাইলটদের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা সরকারের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল গান্ধি ৷ শনিবারই নয়াদিল্লি রেল স্টেশনে তাঁদের সঙ্গে দেখা করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল ৷ রবিবার সোশাল মিডিয়ায় এনিয়ে কেন্দ্রকে একহাত নিলেন তিনি ৷ সঙ্গে জানালেন, বিরোধী 'ইন্ডিয়া জোট' লোকো পাইলটদের কাজের পরিবেশ উন্নত করার বিষয়টি সংসদীয় অধিবেশনে তুলে ধরবে ৷

লোকো পাইলটদের সমস্যার কথাগুলি তুলে ধরে এদিন এক্স হ্যান্ডেলে বিস্তারিত একটি পোস্ট করেছেন লোকসভার বিরোধী দলনেতা ৷ তিনি লিখেছেন, "নরেন্দ্র মোদির সরকারের আমলে লোকো পাইলটদের জীবনের ট্রেন পুরোপুরি লাইনচ্যুত হয়েছে ৷ লোকো পাইলটদের জবরদস্তি 16 ঘণ্টা করে কাজ করানো হচ্ছে ৷ একটা ফুটন্ত কেবিনে দীর্ঘক্ষণ বসে থেকে কাজ করতে বাধ্য করা হচ্ছে ৷"

এই ইস্যুতে যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল ৷ তিনি বলেন, "যে লোকগুলির হাতে লক্ষ লক্ষ মানুষের প্রাণ থাকে ৷ তাঁরা নিজেরাই নিজেদের জীবনের কোনও গ্যারান্টি দিতে পারছেন না ৷ শৌচালয়ের মতো সাধারণ পরিষেবা থেকেও তাঁরা বঞ্চিত ৷ লোকো পাইলটদের কাজের নির্দিষ্ট কোনও সময় নেই ৷ ঘণ্টার পর ঘণ্টা কাজ করে চলেছেন ৷ এমনকী পর্যাপ্ত ছুটিও পান না তাঁরা ৷ যার ফলে তাঁরা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছেন এবং অসুস্থ হচ্ছেন ৷"

লোকসভার বিরোধী দলনেতা রাহুলের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এই গাফিলতির জেরে, নিজেদের এবং লক্ষ লক্ষ যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন চালাচ্ছেন লোকো পাইলটরা ৷ এরপরেই রাহুল জানান, তিনি এই সমস্যার কথাটি লোকসভায় এবং রাজ্যসভায় তুলে ধরবেন ৷ রাহুল বলেন, "এই ছোট্ট বর্ণনা থেকে আপনার বুঝতে পারছেন, তাঁদের যন্ত্রণাটা ৷" উল্লেখ্য, গতকাল রাহুল গান্ধির সঙ্গে দেখা করার পর, লোকো পাইলটরা কাজের অস্বাস্থ্যকর পরিবেশের কথা তুলে ধরেন ৷ এনিয়ে স্মারকলিপিও দেন তাঁরা ৷ যেখানে, 'অমানবিক কাজের পরিস্থিতি' কথাটি উল্লেখ করেছেন লোকো পাইলটরা ৷

ABOUT THE AUTHOR

...view details