হায়দরাবাদ, 5 অক্টোবর: জম্মু ও কাশ্মীর বা হরিয়ানা দুই রাজ্যের এক্সিট পোলেই চাপে বিজেপি ৷ বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটের জয়জয়কার ৷ সমীক্ষা হরিয়ানায় এক দশক বাদে কংগ্রেসের ফিরে আসার পূর্বাভাস যেমন দিয়েছে তেমনই জম্মু-কাশ্মীরে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোটের ক্ষমতায় আসার ইঙ্গিত দিয়েছে ৷
হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীর দুই বিধানসভাতেই 90 জন সদস্য রয়েছেন ৷ দুই রাজ্যের বিধানসভা ভোটের গণনা হবে 8 অক্টোবর। তার আগে অবশ্য শনিবার সামনে এসেছে হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের এক্সিট পোল ৷ আর সেই সমীক্ষায় জোটের পাল্লা ভারী থাকায় স্বাভাবিকভাবেই উৎসবের মেজাজ কংগ্রেস শিবিরে ৷ বুথ ফেরত সমীক্ষার ফল মিলে গেলে তা অবশ্যই কংগ্রেসকে গোবলয়ে নতুন রাজনৈতিক শক্তি দেবে। লোকসভা নির্বাচনে হরিয়ানা থেকে শুরু করে উত্তরপ্রদেশ কংগ্রেস এবং বিরোধীদের ফল আগের থেকে অনেকটা ভালো হয়েছে। এবার হরিয়ানায় জয় পেলে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের সদস্যরা বিজেপির উপর চাপ আরও বাড়াতে পারবে বলে অনুমান রাজনৈতিক মহলের। দুই রাজ্যেই সরকার গঠনের ম্যাজিক ফিগার 46।
হরিয়ানা এক্সিট পোল:
'পিপলস পালস' তাদের এক্সিট পোলে হরিয়ানায় কংগ্রেসকে 49 থেকে 61 এবং বিজেপিকে 20 থেকে 32টি আসন দিয়েছে।
'ধ্রুব রিসার্চ' এর এক্সিট পোল অনুসারে, কংগ্রেস 50 থেকে 64 আসন এবং বিজেপি 22 থেকে 32টি আসন পেতে পারে।
'দৈনিক ভাস্কর'-এর পূর্বাভাস দিয়েছে হরিয়ানায় কংগ্রেস 35 থেকে 40টি আসন পাবে যেখানে বিজেপি 20 থেকে 25টি আসন পেতে পারে।
'রিপাবলিক পি-মার্ক' এবং 'ম্যাট্রিজ' এক্সিট পোল অনুসারে, হরিয়ানায় কংগ্রেস 55 থেকে 62 টি আসন এবং বিজেপি 18 থেকে 24 টি আসন পাবে বলে মনে করা হচ্ছে।
'ইন্ডিয়া টুডে-সি ভোটার' এক্সিট পোল কংগ্রেস জোটকে 50 থেকে 58টি এবং বিজেপিকে 20 থেকে 28টি আসন দিয়েছে।
'জিস্ট-টিআইএফ রিসার্চের' এক্সিট পোল অনুসারে, কংগ্রেস 45 থেকে 53 টি জিতবে বলে আশা করা হচ্ছে এবং বিজেপি 29 থেকে 37 টি আসন জিততে পারে।
জম্মু ও কাশ্মীরের এক্সিট পোল:
'পিপলস পালস' এক্সিট পোল বলছে জম্মু ও কাশ্মীরে কংগ্রেস-এনসি জোটকে 46 থেকে 50 পাবে। বিজেপি 23 থেকে 27টি আসন পাবে।
'ইন্ডিয়া টুডে-সি ভোটার' অনুসারে, কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স 40 থেকে 48টি আসন এবং বিজেপি 27 থেকে 32টি আসন জিততে পারে।
'অ্যাক্সিস মাই ইন্ডিয়া'র এক্সিট পোল কংগ্রেস-এনসি জোটকে 35 থেকে 45 এবং বিজেপিকে 24 থেকে 34টি আসন দিয়েছে।
'দৈনিক ভাস্কর'-এর এক্সিট পোল অনুসারে, কংগ্রেস-এনসি জোট 35 থেকে 40টি আসন এবং বিজেপি 20 থেকে 25টি আসন পেতে পারে।