বেত্তিয়া, 5 অক্টোবর: অনলাইনে পোশাক কেনাকাটা নিয়ে বচসার জেরে নিজেকে শেষ করে দিলেন তরুণী ৷ বিহারের বেত্তিয়া জেলার নওয়ালপুর থানা এলাকার ঘটনা। জানা গিয়েছে, অনলাইনে জামাকাপড় কেনা নিয়ে ওই মেয়েটির সঙ্গে তাঁর হবু স্বামীর বিবাদ হয় ৷ এর কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । পুলিশের প্রাথমিক অনুমান তিনি আত্মহত্যা করেছেন ।
পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় নওয়ালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেত্তিয়া জিএমসিতে পাঠিয়েছে ৷ মৃত তরুণীর নাম আমিশা কুমারী (21) ৷ আমিশার কাকা প্রদীপ প্রসাদ জানান, শিকারপুর থানার হাড়দিয়া চকের বাসিন্দা নীতীশ কুমারের সঙ্গে আমিশার বিয়ে ঠিক হয়েছিল। দু'জনের আশীর্বাদও হয়ে গিয়েছিল। পরে ছেলেটি একটি মোবাইলও উপহার দেয় তাঁকে ৷ দু'জনের মধ্যে রোজই কথাবার্তা হত। আগামী বছরের 7 মার্চ বিয়ের দিন ঠিক হয়েছিল।
মৃতার কাকা আরও বলেন, "অনলাইনে জামাকাপড় অর্ডার করায় নীতীশ রেগে যান ৷ ফোনে তাঁদের মধ্যে ঝগড়াও হয়। তাঁকে না জানিয়ে জামা কাপড় অর্ডার করায় রেগে যায় ছেলেটি।" যুবক আমিশাকে ফোন করেও বিষয়টি বলেন ৷ বিষয়টি এতটাই বড় আকার ধারণ করে তিনি নাকি তরুণীকে জানান এরপর আর বিয়ে করা সম্ভব নয়। বিয়ের আগেই তাঁকে না জিজ্ঞেস করই যদি এমন পদক্ষেপ নেওয়া হয় তাহলে পরে কী হবে ? এমন প্রশ্নও তোলেন যুবক ৷ এতেই ক্ষুব্ধ হয়ে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এদিকে ডিএসপি রজনীকান্ত প্রিয়দর্শী জানান, ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷
নওয়ালপুর থানার ওসি অনুপম কুমার রায় বলেন, "এই বিষয়ে আমিশার পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হলে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হবে । আপাতত তদন্তের প্রাথমিক কাজ চলছে ।"