নয়াদিল্লি, 31 মার্চ: দিল্লিতে একজোট হল 'ইন্ডিয়া' জোটের সদস্য দলগুলি ৷ সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাষ্ট্রীয় শক্তিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করার অভিযোগ উঠল ৷ এমনকী কিছু কিছু রাজ্য বিরোধীরা একে অপরের বিপক্ষে লড়াই করলেও, মোদির বিরোধিতায় তাঁরা সবসময় একজোট বলেও দাবি করা হল ৷ উল্লেখ্য, এদিনের এই সভায় বিরোধী জোটের মুখ্যমন্ত্রীদের গ্রেফতারি নিয়েও সরব হলেন রাহুল গান্ধি থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব উদ্ধব ঠাকরেরা ৷
রাহুল গান্ধি এদিন মোদির বিরুদ্ধে নির্বাচনে ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন ৷ তাঁর দাবি, নির্বাচনকে প্রভাবিত না করে বিজেপির 400 আসন জেতা কখনই সম্ভব নয় ৷ নির্বাচনে রিগিং না করে 180 আসনও বিজেপি পার করতে পারবে না বলে দাবি করেন কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি ৷ তবে, একতার কথা বললেও, পঞ্জাবে আপের বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস ৷ এনিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "আমরা পঞ্জাবে আপের বিরুদ্ধে লড়াই করছি ৷ তবে, আমরা সবাই সংবিধানকে বাঁচাতে সবসসময় ঐক্যবদ্ধ থাকব ৷ আমরা 'ইন্ডিয়া' জোটের ছিলাম, আছি ও থাকব ৷"