পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাঁসওয়াড়া-আলিগড়ে প্রধানমন্ত্রীর 'ঘৃণা ভাষণে' তোলপাড় রাজনীতি, কমিশনকে পদক্ষেপের আর্জি বিরোধীদের - LOK SABHA ELECTION 2023 - LOK SABHA ELECTION 2023

PM Narendra Modi Hate Speech: স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘৃণা ভাষণের অভিযোগ তুলল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি ৷ কংগ্রেসের ইস্তেহারকে আক্রমণ করে রাজস্থানের বাঁসওয়াড়া, উত্তরপ্রদেশের আলিগড়ে প্রধানমন্ত্রীর বক্তৃতা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ নির্বাচন কমিশনে নালিশ জানানোর হুঁশিয়ারি দিয়েছে 'ইন্ডিয়া' ৷

ETV Bharat
রাজস্থান ও আলিগড়ে মোদির বক্তৃতা ঘিরে বিতর্ক

By ANI

Published : Apr 23, 2024, 11:23 AM IST

Updated : Apr 23, 2024, 12:40 PM IST

নয়াদিল্লি, 23 এপ্রিল: স্বয়ং প্রধানমন্ত্রী যদি আদর্শ নির্বাচনী আচরণবিধি না-মানেন তাহলে তাঁর বিরুদ্ধেও কি পদক্ষেপ করবে কমিশন ? 16 মার্চ, লোকসভা ভোটের দিন ঘোষণার সময় একাধিকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন রাজীব কুমার ও তাঁর ফুল বেঞ্চ ৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ঘৃণা ভাষণের অভিযোগে সরব হল বিরোধী শিবিরের একাধিক দল ৷

21 এপ্রিল, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজস্থানের বাঁসওয়ারায় প্রচারে গিয়েছিলেন ৷ সেই প্রচার মঞ্চ থেকে কংগ্রেসের বিরুদ্ধে নাম না-করে সংখ্যালঘু সম্প্রদায়কে সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ করেন ৷ তিনি বলেন, "দেশের সম্পত্তি কাদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে ? যাদের বেশি সন্তান রয়েছে, যারা অনুপ্রবেশকারী তাদের মধ্য়ে ?"

সোমবার কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী ফের বলেন, "কংগ্রেসের শেহজাদা বলেছে, তারা তদন্ত করে দেখবে কে কত টাকা আয় করছে ৷ কার কত সম্পত্তি আছে ৷ আপনার ক'টা বাড়ি আছে, কত টাকা আছে ৷ তারপর এই সব সম্পত্তি নিয়ে নেবে ৷ ম্যানিফেস্টো বলছে, তারা মা-বোনেদের সোনার হিসেব কষবে ৷ আর তারপর তা বিলিয়ে দেবে ৷ মনমোহন সিংয়ের সরকার প্রায় বলত, দেশের সম্পত্তিতে মুসলমানদেরই প্রথম অধিকার ৷ এই শহুরে নকশালরা মা-বোনেদের মঙ্গলসূত্রটাও ছাড়বে না ৷"

তাঁর এই মন্তব্যগুলির ঘিরে রবিবার থেকে দেশের রাজনৈতিক উত্তাপ আরও চড়ছে ৷ এদিনই প্রধানমন্ত্রীর এই বক্তব্য়কে 'হেট স্পিচ' বা ঘৃণা ভাষণ বলে উল্লেখ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "মোদিজি যা বলেছেন, তা ঘৃণা ভাষণ তো বটেই ৷ শুধু তাই নয়, মানুষের মন ঘোরানোর জন্য ভেবেচিন্তেই এই চাল দিয়েছেন তিনি ৷ তিনি সঙ্ঘ পরিবার থেকে যে শিক্ষা পেয়েছেন, তাই আজ করে দেখিয়েছেন ৷ দেশের 140 কোটি জনতা এবার এই মিথ্যায় ভুলবে না ৷"

সোমবার প্রবীণ বাম নেতা সীতারাম ইয়েচুরি সোশাল মিডিয়ায় লেখেন, "নির্বাচন কমিশনের কাছে আর্জি, নরেন্দ্র মোদি এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তদন্ত শুরু করা হোক ৷ সাম্প্রদায়িক এবং ঘৃণাসূচক মন্তব্যে প্ররোচনা দেওয়া হচ্ছে ৷ এফআইআর দায়ের করা উচিত ৷ নির্বাচন কমিশন যথাযোগ্য ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ৷ এতেই একটি স্বনিয়ন্ত্রিত সংস্থা হিসেবে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে ফের প্রশ্ন উঠছে ৷ এভাবে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন কীভাবে হতে পারে ৷" সরব হয়েছেন এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান ৷ তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যকে 'ঘৃণা ভাষণ' বলে উল্লেখ করেছেন ৷

আরও পড়ুন: শুরু লোকসভা ভোট, দেশবাসীকে রেকর্ড ভোটদানের আহ্বান প্রধানমন্ত্রীর

Last Updated : Apr 23, 2024, 12:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details