পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেজরির গ্রেফতারির প্রতিবাদ, 31 মার্চ দিল্লিতে মহামিছিল 'ইন্ডিয়া' জোটের - Arvind Kejriwal Arrest - ARVIND KEJRIWAL ARREST

INDIA Alliance Maha Rally: বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁর গ্রেফতারির বিরুদ্ধে 31 মার্চ দিল্লির রামলীলা ময়দানে মহামিছিল করতে চলেছে 'ইন্ডিয়া' জোটের সদস্য দলগুলি ৷

INDIA Alliance
INDIA Alliance

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 4:28 PM IST

Updated : Mar 24, 2024, 5:32 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে পথে নামছে 'ইন্ডিয়া' জোট ৷ আগামী 31 মার্চ 'দেশের স্বার্থ এবং গণতন্ত্র রক্ষা করতে' দিল্লির রামলীলা ময়দানে মহামিছিল করবেন বিরোধী জোটের সদস্যরা ৷ রবিবার সংবাদিক সম্মেলনে করে এমনটাই ঘোষণা করা হয়েছে 'ইন্ডিয়া' জোটের সদস্য আপ এবং কংগ্রেসের তরফে ।

আম আদমি পার্টির নেতা গোপাল রাই বলেন, "দেশে যা ঘটছে তার বিরুদ্ধে আমরা 31 মার্চ রামলীলা ময়দানে একটি মহামিছিল করব । 'ইন্ডিয়া' জোটের শীর্ষ নেতৃত্ব এই মিছিলে অংশ নেবেন । গণতন্ত্র এবং দেশ বিপদের মধ্যে রয়েছে । সমস্ত 'ইন্ডিয়া' জোটের দলগুলি দেশের স্বার্থ এবং গণতন্ত্র রক্ষার জন্য এই মহামিছিলে অংশগ্রহণ করবে ৷"

কংগ্রেসের দিল্লি ইউনিটের প্রধান অরবিন্দর সিং লাভলি অভিযোগ করেছেন, বিরোধী দলগুলিকে সমানভাবে ভোটে লড়ার সুযোগ দেওয়া হচ্ছে না ৷ এর বদলে দলের নেতাদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হচ্ছে । একজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারও করা হচ্ছে । তাঁর কথায়, "31 মার্চের মহামিছিল শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, দেশের গণতন্ত্রকে বাঁচাতে এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার দিনও বটে ।"

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে 21 মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অরবিন্দ কেজরিওয়ালকে তাঁর সরকারি বাসভবন থেকে গ্রেফতার করেছে ৷ এরপরেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে ৷ রাস্তায় নেমে গ্রেফতারির বিরোধিতা করেন আপের কর্মী-সমর্থকেরা ৷ তৃণমূল থেকে কংগ্রেস- সমস্ত বিজেপি বিরোধী দলই দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানায় ৷

শুক্রবার আদালত কেজরিকে 28 মার্চ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা ইডির হেফাজতে পাঠিয়েছে । তবে হেফাজতে বসেও তিনি রাজ্য চালিয়ে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷দিল্লিতে জলের সমস্যা রয়েছে। সেই নিয়ে বরিবার উদ্বেগও প্রকাশ করেছেন তিনি ৷ ইডি হেফাজতে বসেই জলমন্ত্রী অতিশিকে প্রথম নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন:

  1. 'দিল্লিতে জলের সমস্যা, আমি উদ্বিগ্ন', ইডি হেফাজতে প্রথম নির্দেশ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের
  2. দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কেজরি, খারিজ দ্রুত শুনানির আর্জি
  3. 'কোনও জেল আমাকে আটকে রাখতে পারবে না', কেজরির বার্তা পড়লেন স্ত্রী সুনীতা
Last Updated : Mar 24, 2024, 5:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details