নয়াদিল্লি, 24 মার্চ: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে পথে নামছে 'ইন্ডিয়া' জোট ৷ আগামী 31 মার্চ 'দেশের স্বার্থ এবং গণতন্ত্র রক্ষা করতে' দিল্লির রামলীলা ময়দানে মহামিছিল করবেন বিরোধী জোটের সদস্যরা ৷ রবিবার সংবাদিক সম্মেলনে করে এমনটাই ঘোষণা করা হয়েছে 'ইন্ডিয়া' জোটের সদস্য আপ এবং কংগ্রেসের তরফে ।
আম আদমি পার্টির নেতা গোপাল রাই বলেন, "দেশে যা ঘটছে তার বিরুদ্ধে আমরা 31 মার্চ রামলীলা ময়দানে একটি মহামিছিল করব । 'ইন্ডিয়া' জোটের শীর্ষ নেতৃত্ব এই মিছিলে অংশ নেবেন । গণতন্ত্র এবং দেশ বিপদের মধ্যে রয়েছে । সমস্ত 'ইন্ডিয়া' জোটের দলগুলি দেশের স্বার্থ এবং গণতন্ত্র রক্ষার জন্য এই মহামিছিলে অংশগ্রহণ করবে ৷"
কংগ্রেসের দিল্লি ইউনিটের প্রধান অরবিন্দর সিং লাভলি অভিযোগ করেছেন, বিরোধী দলগুলিকে সমানভাবে ভোটে লড়ার সুযোগ দেওয়া হচ্ছে না ৷ এর বদলে দলের নেতাদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হচ্ছে । একজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারও করা হচ্ছে । তাঁর কথায়, "31 মার্চের মহামিছিল শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, দেশের গণতন্ত্রকে বাঁচাতে এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার দিনও বটে ।"