পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এভাবে চললে ইন্ডিয়া শিবির ভেঙে দেওয়াই ভালো! দিল্লিতে আপ-কংগ্রেস দ্বৈরথে অখুশি ওমর - INDIA ALLIANCE INNER CONFLICT

চব্বিশের লোকসভা নির্বাচনের বছর দুয়েক আগে বিজেপি-বিরোধী 'ইন্ডিয়া' গঠিত হয় ৷ এদিকে দিল্লি বিধানসভা নির্বাচনে ফাটল দেখা দিয়েছে এই জোটে ৷

NC Leader Omar Abdullah
জম্মুতে সাংবাদিকদের মুখোমুখি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (ছবি: এএনআই ভিডিয়ো)

By ETV Bharat Bangla Team

Published : 17 hours ago

জম্মু, 9 জানুয়ারি: গত বছরের শেষে কয়েকটি বিধানসভা নির্বাচন ঘিরে 'ইন্ডিয়া' ব্লকে অসন্তোষ দেখা দিতে শুরু করেছিল । তা আরও প্রকট হয়েছে দিল্লি বিধানসভা ভোটের আগে ৷ লোকসভা নির্বাচনে বিরোধী জোটের সদস্যরা সমঝোতা করে বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু বিধানসভা নির্বাচনে সেই বোঝাপড়া থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে ইন্ডিয়া শিবির ৷ এই পরিস্থিতিতে রাজনৈতিক মহল-সহ দলগুলিরও প্রশ্ন, তাহলে কি শুধু লোকসভা নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করতেই 'ইন্ডিয়া' শিবির তৈরি হয়েছিল ?

এই প্রসঙ্গে ইন্ডিয়া শিবিরের সদস্য জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সংবাদসংস্থা পিটিআই-এর কাছে তাঁর হতাশা ব্যক্ত করেন ৷ তাঁর মতে, এই জোট কোনও নির্দিষ্ট সময়ের কথা ভেবে তৈরি হয়নি ৷ শুধু যে লোকসভা নির্বাচনে জোট একসঙ্গে কাজ করবে এবং বিধানসভা নির্বাচনে আলাদা আলাদা লড়বে, এমনটা কথা ছিল না ন্যাশনাল কনফারেন্স-এর নেতার পরামর্শ, আম আদমি পার্টি, কংগ্রেস এবং অন্য রাজনৈতিক দলগুলি একসঙ্গে বসে আলোচনা করুক বিধানসভা নির্বাচনে তারা বিজেপির বিরুদ্ধে কীভাবে লড়বে ৷

বিধানসভা ভোটে জোট সঙ্গী কংগ্রেসকে ছাড়া পৃথকভাবে নির্বাচন লড়ার কথা প্রথমেই বলেছিলেন আম আদমি পার্টি'র (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ৷ এই ভোটকে ঘিরে কংগ্রেসের সঙ্গে দিল্লির শাসকদল আপ-এর তরজাও তুঙ্গে উঠেছে ৷ কংগ্রেস ও বিজেপি জোটবদ্ধ হয়েছে বলে অভিযোগ করেছে আপ ৷ এমনকী প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি কংগ্রেস ৷ পাল্টা আপও ইন্ডিয়া শিবির থেকে কংগ্রেসকে বাদ দেওয়ার দাবি তুলেছে ৷

এই পরিস্থিতিতে ওমর সাংবাদিকদের বলেন, "দিল্লির বিধানসভা নির্বাচন মিটে গেলে জোটের সব সদস্যকে ডেকে একটা বৈঠক করা উচিত ৷ এই জোটের প্রয়োজনীয়তা শুধুমাত্র লোকসভা নির্বাচনের জন্য হলে জোটটি ভেঙে দেওয়া ভালো ৷ তাহলে আমরা আলাদা আলাদভাবে কাজ করব ৷ আর যদি বিধানসভা নির্বাচনেও এর গুরুত্ব থাকে, তাহলে একসঙ্গে বসে সম্মিলিতভাবে কাজ করতে হবে ৷"

এক আরজেডি নেতা জানিয়েছেন, 'ইন্ডিয়া' ব্লক শুধুমাত্র লোকসভা নির্বাচনের জন্য গঠিত হয়েছিল ৷ এই প্রসঙ্গে জোট সদস্য এনসি নেতা ওমর আবদুল্লা বলেন, "আমি যতদূর জানি জোটের কোনও সময়সীমা ছিল না ৷ তবে 'ইন্ডিয়া' ব্লকের কোনও বৈঠক ডাকা হয়নি ৷" এছাড়া এই জোটের নেতৃত্ব থেকে শুরু করে ভবিষ্যতের কর্মসূচির বিষয়গুলি স্পষ্ট নয় বলেও উল্লেখ করেন ওমর আবদুল্লা ৷ দিল্লি নির্বাচন শেষ হলে ইন্ডিয়া ব্লকের একটি বৈঠক ডেকে সেখানে এই বিষয়গুলি পরিষ্কার করে নেওয়া প্রয়োজন বলে জানান ওমর ৷

7 জানুয়ারি, মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন ৷ এরপরই কংগ্রেস-আপ দ্বৈরথের মাঝে কেজরিওয়ালের পাশে দাঁড়ানোর বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে ৷ এতেই স্পষ্ট যে, কংগ্রেস 'ইন্ডিয়া' ব্লকের সবচেয়ে বড় দল হলেও জোটের অভ্যন্তরে কোণঠাসাই ৷

আপ-এর প্রতি এই বাড়তে থাকা সমর্থন প্রসঙ্গে অবশ্য ওমর আবদুল্লা কিছু বলতে চাননি ৷ তাঁর কথায়, "আমি এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলতে পারব না ৷ আমার সঙ্গে দিল্লি নির্বাচনের কোনও যোগাযোগ নেই ৷ বিজেপির বিরোধিতা করার বিষয়ে আম আদমি পার্টি, কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নিক ৷" এর আগে দিল্লি বিধানসভা নির্বাচনে আপ দু'দুবার জয়ী হয়েছে ৷ আবদুল্লা বলেন, "এবার আমাদের অপেক্ষা করতে হবে ৷ দিল্লির মানুষ কী সিদ্ধান্ত নেয়, দেখা যাক ৷"

ABOUT THE AUTHOR

...view details