নয়াদিল্লি, 27 মার্চ: তিনি দেশের অর্থমন্ত্রী। দেশের অর্থনীতির স্বাস্থ্য় তার হাতেই ৷ তবে এবার নির্বাচনে না-লড়া নিয়ে এক নতুন যুক্তি শোনালেন নির্মলা সীতারমন ৷ এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে অর্থমন্ত্রী জানান, বিজেপির তরফ থেকে তাঁকে প্রার্থী হতে বলা হয়েছিল ৷ কিন্তু প্রয়োজনায় টাকা না-থাকায় নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ পাশাপাশি দেশের সব দলই নির্বাচনী বন্ডের সুবিধা নিয়েছে। তাই কারও অভিযোগ করা উচিত নয় বলে মনে করেন অর্থমন্ত্রী। এভাবেই কংগ্রেস-সহ বাকি দলগুলিকে আক্রমণ করেন নির্মলা।
তাঁর কথায়, "দলীয় সভাপতি জেপি নাড্ডা আমায় অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ু থেকে লোকসভা নির্বাচনে লড়তে বলেছিলেন ৷ সপ্তাহখানেক ভাবনা চিন্তা করে আমি তাঁকে জানাই নির্বাচনে লড়ব না ৷ ভোটে দাঁড়াতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা আমার কাছে নেই ৷ তাছাড়া অন্ধ্রপ্রদেশ বা তামিলনাডু কোনও জায়গারই আবহাওয়া আমার ভালো লাগে না ৷"
পাশাপাশি এই দুটি রাজ্যের কোনও আসন থেকে নির্বাচনে লড়লে আরও বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখে তাঁকে দাঁড়াতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এরপরই তাঁর কাছে জানতে চাওয়া হয়, দেশের অর্থমন্ত্রীর ভোটে লড়ার অর্থ নেই, এটা কেমন করে সম্ভব ! নির্মলার সাফ জবাব, "আমার বেতন বা অন্য সূত্র থেকে হওয়া রোজগার সেটা একান্তই আমার ৷" এই বক্তব্য থেকেই নির্মলার মনোভাবের স্পষ্ট ইঙ্গিত মেলে ৷
প্রসঙ্গত, ইতিমধ্যেই দেশের অর্থমন্ত্রীকে রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি ৷ তাঁর পাশাপাশি মোদি মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্যকেও রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি ৷ তার মধ্যে পীযূষ গোয়েল, ভূপেন্দ্র যাদব, রাজীব চন্দ্রশেখর, মুকেশ মান্ডিয়া, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আসন্ন নির্বাচনে লড়ছেন ৷ তবে ভোটে দাঁড়াচ্ছেন না নির্মলা ৷
আরও পড়ুন:
- কত হাজার কোটি টাকার খরচ হবে লোকসভা ভোটে ? জেনে নিন কমিশনের এবারের বাজেট
- রাজ্য সরকার জানে শেখ শাহজাহান কোথায় রয়েছে, সন্দেশখালি প্রসঙ্গে কটাক্ষ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
- 'পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় বিদ্যুৎ বিল মিটিয়েছে রাজ্য', সীতারামনকে চিঠি শুভেন্দুর