পশ্চিমবঙ্গ

west bengal

By PTI

Published : Mar 27, 2024, 10:53 PM IST

Updated : Mar 28, 2024, 9:40 AM IST

ETV Bharat / bharat

নেই অর্থ, ভোটে লড়ছেন না নির্মলা; ইলেক্টোরাল বন্ড নিয়ে তোপ বিরোধীদের - Lok Sabha Election 2024

Nirmala Sitharaman: নির্বাচনে না-লড়া নিয়ে এক অভিনব যুক্তি দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ ভোটে দাঁড়াতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা তাঁর কাছে নেই বলে জানালেন মোদি মন্ত্রিসভার এই সদস্য।

Lok Sabha Election 2024
নির্মলা সীতারমন

নয়াদিল্লি, 27 মার্চ: তিনি দেশের অর্থমন্ত্রী। দেশের অর্থনীতির স্বাস্থ্য় তার হাতেই ৷ তবে এবার নির্বাচনে না-লড়া নিয়ে এক নতুন যুক্তি শোনালেন নির্মলা সীতারমন ৷ এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে অর্থমন্ত্রী জানান, বিজেপির তরফ থেকে তাঁকে প্রার্থী হতে বলা হয়েছিল ৷ কিন্তু প্রয়োজনায় টাকা না-থাকায় নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ পাশাপাশি দেশের সব দলই নির্বাচনী বন্ডের সুবিধা নিয়েছে। তাই কারও অভিযোগ করা উচিত নয় বলে মনে করেন অর্থমন্ত্রী। এভাবেই কংগ্রেস-সহ বাকি দলগুলিকে আক্রমণ করেন নির্মলা।

তাঁর কথায়, "দলীয় সভাপতি জেপি নাড্ডা আমায় অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ু থেকে লোকসভা নির্বাচনে লড়তে বলেছিলেন ৷ সপ্তাহখানেক ভাবনা চিন্তা করে আমি তাঁকে জানাই নির্বাচনে লড়ব না ৷ ভোটে দাঁড়াতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা আমার কাছে নেই ৷ তাছাড়া অন্ধ্রপ্রদেশ বা তামিলনাডু কোনও জায়গারই আবহাওয়া আমার ভালো লাগে না ৷"

পাশাপাশি এই দুটি রাজ্যের কোনও আসন থেকে নির্বাচনে লড়লে আরও বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখে তাঁকে দাঁড়াতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এরপরই তাঁর কাছে জানতে চাওয়া হয়, দেশের অর্থমন্ত্রীর ভোটে লড়ার অর্থ নেই, এটা কেমন করে সম্ভব ! নির্মলার সাফ জবাব, "আমার বেতন বা অন্য সূত্র থেকে হওয়া রোজগার সেটা একান্তই আমার ৷" এই বক্তব্য থেকেই নির্মলার মনোভাবের স্পষ্ট ইঙ্গিত মেলে ৷

প্রসঙ্গত, ইতিমধ্যেই দেশের অর্থমন্ত্রীকে রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি ৷ তাঁর পাশাপাশি মোদি মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্যকেও রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি ৷ তার মধ্যে পীযূষ গোয়েল, ভূপেন্দ্র যাদব, রাজীব চন্দ্রশেখর, মুকেশ মান্ডিয়া, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আসন্ন নির্বাচনে লড়ছেন ৷ তবে ভোটে দাঁড়াচ্ছেন না নির্মলা ৷
আরও পড়ুন:

  1. কত হাজার কোটি টাকার খরচ হবে লোকসভা ভোটে ? জেনে নিন কমিশনের এবারের বাজেট
  2. রাজ্য সরকার জানে শেখ শাহজাহান কোথায় রয়েছে, সন্দেশখালি প্রসঙ্গে কটাক্ষ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
  3. 'পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় বিদ্যুৎ বিল মিটিয়েছে রাজ্য', সীতারামনকে চিঠি শুভেন্দুর
Last Updated : Mar 28, 2024, 9:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details