নয়াদিল্লি, 21 অগস্ট: বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথমে পোল্যান্ড এবং তারপর যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে যাবেন তিনি ৷ বিদেশ সফরে রওনার দেওয়ার আগে এই সফরকে ঐতিহাসিক বলে জানিয়ে সোশাল মিডিয়ায় সফরসূচি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 21 থেকে 22 অগস্ট পোল্যান্ড এবং তারপর 23 অগস্ট ইউক্রেন সফরে যাবেন । 45 বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর পোল্যান্ডে এটাই প্রথম সফর । এর আগে 1979 সালে ওয়ারশ সফর করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মোরাজি দেশাই । ইউক্রেনের রাজধানী কিভ সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী বুধবার বলেন যে, তিনি ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নিজের ভাবনাচিন্তা ভাগ করে নেওয়ার জন্য উন্মুখ রয়েছেন ৷ রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে এবং বিশ্ব যখন ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি, ঠিক তখন প্রধানমন্ত্রী এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।
বুধবার সকালে জারি করা এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আজ আমি পোল্যান্ড প্রজাতন্ত্র এবং ইউক্রেনে একটি আনুষ্ঠানিক সফর শুরু করছি । আমাদের কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তি উপলক্ষে আমার পোল্যান্ড সফর । পোল্যান্ড মধ্য ইউরোপে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার । গণতন্ত্র এবং বহুত্ববাদের প্রতি আমাদের পারস্পরিক প্রতিশ্রুতি আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে । আমাদের অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে আমি আমার বন্ধু প্রাইম মিনিস্টার ডোনাল্ড টাস্ক এবং প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডার সঙ্গে সাক্ষাতের জন্য উন্মুখ রয়েছি । আমি পোল্যান্ডের প্রাণবন্ত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করব ৷"