পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হেমন্ত সোরেন - Political Stir in Jharkhand - POLITICAL STIR IN JHARKHAND

Hemant Soren: জানুয়ারি মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন হেমন্ত সোরেন ৷ জেল মুক্তির পর ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হেমন্ত ৷ 31 জানুয়ারি গ্রেফতারের আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি ৷

Hemant Soren
শপথ নিলেন হেমন্ত সোরেন (সৌ: এক্স হ্যান্ডেল)

By ANI

Published : Jul 4, 2024, 7:19 PM IST

রাঁচি, 4 জুলাই: কয়েক মাসের ব্যবধানে ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে হেমন্ত সোরেন ৷ জেলমুক্তির পর বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র কার্যনির্বাহী সভাপতি হেমন্ত সোরেন ৷

একদিন আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন চম্পাই সোরেন ৷ এরপরই ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন সোরেনকে রাজ্যে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছিলেন বলে রাজভবন সূত্রে খবর ৷ এদিনই হেমন্ত সোরেন ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে রাজভবনে যান ৷ সেখানেই তাঁকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্তির চিঠি তুলে দেন ৷ এক্স-হ্যান্ডেলে হেমন্ত সোরেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে লিখেছেন, "গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের অবসান শুরু হয়েছে। মহামান্য রাজ্যপালকে ধন্যবাদ। সত্যমেব জয়তে ৷"

মুখ্যমন্ত্রী হিসাবে চম্পাই সোরেন শপথ নেওয়ার মাত্র পাঁচ মাসের মাথায় পদত্যাগ করেন ৷ যার কারণ হিসাবে রাজনৈতিক মহলের দাবি, জেল থেকে বেরিয়ে ফের দলের এবং সরকারের দায়িত্ব নিজের হাতেই নিতে চেয়েছে হেমন্ত সোরেন ৷ চম্পাই বলেন, "কিছুদিন আগে, আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয়েছিল ৷ হেমন্ত সোরেন ফিরে আসার পর, আমাদের জোট এই সিদ্ধান্ত নিয়েছে আর সেকারণেই আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছি।" ইডি'র হাতে হেমন্ত সোরেন গ্রেফতার হওয়ার পর চলতি বছর 2 ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন চম্পাই সোরেন। হেমন্ত সোরেন বলেন, "মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন সবকিছু বলেছেন ৷ আমরা আপনাদের সব কিছু বিস্তারিত জানাব। আমরা সমস্ত প্রক্রিয়া অনুসরণ করেছি ৷"

এর আগে জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত মানি লন্ডারিং মামলায় ইডি'র হাতে গ্রেফতার হয়েছিলেন হেমন্ত সোরেন ৷ এরপর প্রায় পাঁচ মাস পরে ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে জামিন পান তিনি ৷ তিনি 31 জানুয়ারি গ্রেফতারের আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। (এএনআই)

ABOUT THE AUTHOR

...view details