রাঁচি, 30 জানুয়ারি: তাঁর খোঁজ পাওয়া না-গেলেও বয়ান রেকর্ড করবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ তিনি ইডিকে দেওয়া চিঠিতে জানিয়েছেন, 31 জানুয়ারি, বুধবার দুপুর 1টার সময় তাঁর রাঁচির বাড়িতে ইডি আধিকারিকদের সামনে তাঁর বয়ান রেকর্ড করবেন ৷ এর মধ্যে রাঁচিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন, রাজভবন এবং ইডি-র কার্যালয়ের 100 কিমি ব্যাসার্ধ পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে ৷
এদিকে সোমবার সকাল থেকে 12 ঘণ্টারও বেশি সময় ধরে হেমন্ত সোরেনের দক্ষিণ দিল্লির বাসভবনে তল্লাশি চালায় ইডি ৷ তল্লাশি শেষে তাঁর বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ গাড়িটি বেনামি সম্পত্তি এবং হরিয়ানায় নথিভুক্ত ৷ এছাড়া তাঁর বাসভবন থেকে 36 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি ৷ সঙ্গে বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে ৷ জমি দুর্নীতি এবং হাওয়ালা মামলায় হেমন্তের বিরুদ্ধে তদন্ত চলছে ৷
হেমন্ত সোরেনের অভিযোগ, তাঁকে ইডির জেরা করার বিষয়টি রাজনৈতিক ৷ তাঁর সরকারি কাজকর্মে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সোরেন চিঠিতে জানায়, "আপনারা ভালো করেই জানেন, 2 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারির মধ্যে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন হবে ৷ তাই আগে থেকেই আমার এই সংক্রান্ত কর্মসূচি ঠিক করা আছে ৷ এই অবস্থায় 31 জানুয়ারি বা তার আগে আপনারা আমায় ফের বয়ান রেকর্ড করার জন্য চাপ দিচ্ছেন ৷ এতেই বোঝা যাচ্ছে, আপনাদের উদ্দেশ্য রাজনৈতিক ৷ আপনারা রাজ্য সরকারের কাজকর্মে ব্যাঘাত ঘটাতে চাইছেন ৷ একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে তাঁর সরকারি কর্তব্য করতে বাধা দিচ্ছেন ৷" তিনি ইডির বিরুদ্ধে আরও অভিযোগ করেন, এই ধরনের আচরণ অসৎ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷
এদিকে হেমন্ত সোরেনের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ ইডি তাঁকে ফোনেও পায়নি ৷ এই তথ্য ঝাড়খণ্ডের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণের কাছে সেই কথা জানিয়েছে বিজেপি ৷ রাজ্যপাল সংবাদমাধ্যমে বলেন, "আপনাদের মতো আমরাও মুখ্য়মন্ত্রীর সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছি ৷ আমরাও চাই, রাজ্যে আইন ও শৃঙ্খলা বজায় থাকুক ৷"
আরও পড়ুন:
- হেমন্ত সোরেনের দিল্লির বাসভবনে 12 ঘণ্টারও বেশি ইডি অভিযান, বাজেয়াপ্ত বিএমডব্লিউ গাড়ি
- জমি দুর্নীতি ও হাওয়ালা মামলায় হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে ইডি
- ইডির বিরুদ্ধে হেমন্তকে ঝাড়খণ্ড হাইকোর্টে মামলার পরামর্শ সুপ্রিম কোর্টের