পটনা, 31 মে:বিহারে ক্রমশই বাড়ছে তাপমাত্রা ৷ তার জেরেই বিপাকে পড়েছেন সেখানকার সাধারণ মানুষ ৷ প্রাশাসনের তরফে জানানো হয়েছে, তাপপ্রবাহের জেরে ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা । প্রবল গরমে বিহারে 80 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 27 জনের মৃত্যু তাপপ্রবাহের কারণেই হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ৷ তাপপ্রবাহের প্রভাব সবথেকে বেশি পড়েছে ঔরঙ্গাবাদে। অস্বাভাবিক গরমে সেখানেই মৃত্যু হয়েছে 19 জনের ৷ প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে কমপক্ষে 10 জন ভোট কর্মীও আছেন।
বিহারে বৃহস্পতিবার তাপপ্রবাহে 80 জন প্রাণ হারিয়েছেন । প্রায় 300 মানুষের মৃ্ত্যু হয়েছে ৷ বিহারের স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, অসুস্থ ব্যক্তিদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে। অপ্রয়োজনীয় কারণে বাড়ি থেকে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে ৷ আগামী 1 জুন অর্থাৎ শনিবার পর্যন্ত তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।
বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আরওয়াল, বক্সার, রোহতাস এবং বেগুসরাই জেলায় তাপপ্রবাহের কারণে (আশঙ্কা) 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও, মৃত্যু যে তাপপ্রবাহের কারণেই হয়েছে, তা এখনও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি ৷ মৃতদের পরিবারের সদস্যদের আপত্তি থাকায় বেশ কয়েকটি দেহের ময়নাতদন্ত করা যায়নি ৷ কয়েকটির দেহ ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে ৷