পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NEET পরীক্ষায় ব্যর্থতায় কোথায়, কী কী ত্রুটি ? বুঝিয়ে দিলেন হাজারিবাগ এনটিএ আধিকারীক - National Eligibility Entrance Test

NEET Exam in Hazaribagh Jharkhand: এহসান উল হক এনটিএ শহরের সমন্বয়কারী এবং ওসিস স্কুলের অধ্যক্ষ, যিনি এই সমস্যাগুলিকে তুলে ধরেছেন করেছেন ৷ পরীক্ষা সংক্রান্ত সামগ্রী পরিচালনার জন্য দায়ী ব্যাঙ্ক এবং কুরিয়ার সংস্থা উভয়ের সঙ্গে জড়িত সম্ভাব্য ত্রুটিগুলির দিকেও ইঙ্গিত করেছেন তিনি৷

NEET Exam in Hazaribagh
হাজারিবাগ নিট পরীক্ষা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 10:35 PM IST

হাজারিবাগ, 24 জুন: ঝাড়খণ্ডে নিট পরীক্ষাতেও ব্যাপক গাফিলতি দেখা গিয়েছে। এমনটাই জানিয়েছেন হাজারিবাগ এনটিএ-র সিটি কো-অর্ডিনেটর ও ওয়েসিস স্কুলের অধ্যক্ষ এহসান উল হক। যদিও, তিনি নিট পেপার ফাঁসের ঘটনায় তাঁর স্কুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। এহসান উল হক বলেন, "এসব অভিযোগ ভিত্তিহীন। স্কুলে সমস্ত নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হয়েছে ৷" তিনি প্রশ্ন ফাঁস মামলায় ইটিভি ভারত-এর প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় একাধিক বিষয়ের উপর আলোকপাত করেছেন ৷

হাজারিবাগ নিট পরীক্ষা (ইটিভি ভারত)

এহসান হক প্রশ্নপত্রগুলি পরিচালনার বিষয় বিশদভাবে উল্লেখ করে জানান, প্রশ্নপত্রগুলি 5 মে 2024-এ সাড়ে সাতটা নাগাদ স্কুলে পৌঁছে দেওয়া হয়েছিল ৷ নির্দেশিকা অনুযায়ী পরীক্ষাও পরিচালিত হয়েছিল। তিনি জোর দিয়ে এ-ও জানান, স্কুল থেকে কোনওভাবেই প্রশ্ন ফাঁস হয়নি। তিনি বলেন, "প্রশ্নপত্রগুলি সুরক্ষিত কোনও গাড়ির পরিবর্তে একটি টোটো ই-রিকশা ব্যবহার করে 3 মে ব্লু ডার্ট কুরিয়ার পরিষেবার মাধ্যমে হাজারিবাগের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় পৌঁছে দেওয়া হয়েছিল। পরিবহণের সময় নিরাপত্তার এই ত্রুটি প্রশ্ন ফাঁসের একটি প্রধান কারণ হিসাবে বিবেচিত হতে পারে । কিন্তু, যে ব্যাঙ্কে কাগজপত্রগুলি সংরক্ষিত ছিল সেখানে নিরাপত্তা প্রোটোকলগুলিও যথাযথ ভাবে মানা হয়নি ৷ তাঁর অভিযোগ, ডকুমেন্টেশন এবং ইওডব্লিউ টিম দ্বারা চিহ্নিত করা হ্যান্ডলিং পদ্ধতির অভাব ছিল ।"

তিনি আরও বলেন, "প্রশ্নপত্র ই-রিকশার মাধ্যমে দুই কিলোমিটার দূরে ব্যাঙ্কে পৌঁছে দেওয়া হয় । একটি ট্রাকের মাধ্যমে প্রশ্নপত্র ব্যাঙ্কে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল কুরিয়ার এজেন্সির। যে ভিডিয়োগুলি পাওয়া গিয়েছে, তাতে কুরিয়ার সার্ভিস সেন্টারের গেটে প্রশ্নপত্র পড়ে থাকতে দেখা যায়, এটাও অবহেলা।" একটি লোহার বাক্সের মধ্যে অত্যন্ত সুরক্ষিত সাত-স্তরের প্যাকেজিংয়ে জমা হওয়া কাগজগুলি 5 মে দুপুর দেড়টা নাগাদ ডিজিটালি আনলক হওয়ার কথা ছিল। তবে, ডিজিটাল লক সিস্টেমে ব্যর্থতার কারণে, দেশব্যাপী বাক্সগুলি খুলতে একটি ম্যানুয়াল কাটার ব্যবহার করা হয়েছিল ৷

ডক্টর হক প্রশ্নপত্র সরবরাহের জন্য দায়ী পরিবহণ সংস্থাকে ঘিরে নিজের সন্দেহের কথা তুলে ধরেন। একটি নিরাপদ ট্রাকের পরিবর্তে একটি ই-রিকশা ব্যবহার করা এবং তাদের কেন্দ্রে কাগজপত্রগুলি তাচ্ছিল্যে রেখে যাওয়া-সহ কুরিয়ার পরিষেবার অবহেলা প্রক্রিয়াটি সম্পর্কে উদ্বেগকে আরও বাড়িয়ে দেয় ৷

ABOUT THE AUTHOR

...view details