রবিবার, 17 মার্চ: ইভিএম নিয়ে বারবার বিস্তর অভিযোগ করেছে বিরোধীরা ৷ আর সেই প্রসঙ্গ উঠে এসেছে শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সময়ও ৷ যার উত্তর দিতে গিয়ে হিন্দি শায়েরি আওড়ালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ শনিবার একটি শায়েরি ব্যবহার করে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সমালোচকদের খোঁচা দিয়ে রাজীব কুমার বলেন, "নির্বাচন কর্তৃপক্ষ প্রায়শই অপূরণীয় আকাঙ্ক্ষা পূরণের শেষ কেন্দ্র বিন্দুতে থাকে।" এরপরই তিনি বলে, "আধুরি হাসরাতো কা ইলজাম হর বার হাম পার লাগানা ঠিক নাহি, ওয়াফা খুদ সে না হোতি, খতা ইভিএম কি কহতে হো, অর বাদ মে যব পরিনাম আতা হ্যায় তো উসপে কেয়াম ভি না রেহতে ৷"
সাংবাদিক বৈঠকে রাজীব কুমার জানান, তিনি শুক্রবার রাতে ইভিএম-এর বিষয়ে অনেক ভেবেছেন ৷ শেষ পর্যন্ত, তিনি শায়েরি ব্যবহার করে বলেন, "এর অর্থ হল অপূর্ণ ইচ্ছার জন্য নির্বাচন কমিশনকে দোষ দেওয়া ঠিক নয় ৷ বিশেষ করে যখন কেউ তার কাজ সঠিকভাবে করে না। ইভিএম ব্যবহার করার সময় ক্ষমতাসীন দলগুলোও নির্বাচনে অনেকবার হেরেছে ৷" নির্বাচনী প্রচারে রাজনৈতিক দল ও নেতাদের প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে কুমন্তব্য ও বদনাম করা থেকে বিরত থাকারও আহ্বান জানান রাজীব কুমার। তিনি বশির বদরের একটি গীতি উদ্ধৃত করেছেন, "দুশমনি জাম কে করো, লেকিন ইয়ে গুঞ্জাইশ রহে, যখন কাভি হাম দোস্ত হো যায়ে তো শারমিন্দা না হো।"
রাজনৈতিক নেতাদের প্রচারে বিদ্বেষমূলক বক্তব্য নিয়েও কটাক্ষ করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার ৷ এমনকী তিনি প্রতিটি রাজনৈতিক দলগুলির কাছে এই বিষয়ে বিরত থাকারও আবেদন করেছেন ৷ তাঁর কথায়, "আপনি শত্রুতা করতেই পারেন, শত্রু হতে পারেন, তবে বন্ধু হওয়ার সময় লজ্জিত না হওয়ার সুযোগটাও থাকতে দিন ৷" হেয়ালির সুরে তিনি বলেন, "আজকাল শত্রুদের আবার বন্ধুতে পরিণত হওয়ার অনেক ঘটনা রয়েছে।" এই প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার রহিমের একটি কবিতাও উদ্ধৃত করেছেন ৷ তিনি বলান, "রহিমান ধাগা প্রেম কা, মত তোরো ছটকে, টুটে পে ফির না জুড়ে, জুড়ে গাঠ পরি যায়।"