শ্রীনগর, 3 নভেম্বর: ভিড়ে ঠাসা শ্রীনগরের টিআরসির কাছে 'সানডে মার্কেটে' গ্রেনেড হামলা চালাল অজ্ঞাত পরিচয় জঙ্গিরা ৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, ছুটির দিন হওয়ায় বাজারে প্রচুর লোকের জমায়েত হয়েছিল ৷ ঘটনার পর জম্মু ও কাশ্মীর পুলিশ এবং আধাসেনা এলাকা ঘিরে রেখেছে ৷ গ্রেনেড হামলায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷
টিআরসি-তে যেখানে বিস্ফোরণটি হয়েছে, তার থেকে কয়েকশো মিটার দূরে শ্রীনগর শহরের প্রাণ কেন্দ্র লাল চৌক ৷ গ্রেনেড হামলার পর সাপ্তাহিক বাজারে দোকান দেওয়া ব্যবসীয় এবং গ্রাহকরা ছোটাছুটি শুরু করেন ৷ পুলিশের তরফে এখনও পর্যন্ত এই হামলা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷ তবে, একটি সূত্র ইটিভি ভারতকে জানিয়েছে, গ্রেনেড বিস্ফোরণে 5 জন আহত হয়েছেন ৷ তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷
গ্রেনেড হামলা চালিয়েছে জঙ্গিরা (ছবি: সংবাদসংস্থা এপিটিএন) জানা গিয়েছে, গ্রেনেড ছোড়া হয়েছিল সিআরপিএফের বাংকার লক্ষ্য করে ৷ শ্রীনগরের ট্যুরিস্ট রিসেপশন সেন্টারের কাছে থাকা সিআরপিএফ বাংকারের দিকে গ্রেনেড ছুড়ে দিয়েছিল জঙ্গিরা ৷ সরকারি ওই সূত্র জানিয়েছে, পুলিশ ও আধাসেনা এলাকাটি ঘিরে রেখেছে ৷ শ্রীনগরের এই বাজারে শতাধিক ব্যবসায়ী সেকেন্ড হ্যান্ড জামাকাপড় বিক্রি করেন ৷ সঙ্গে বাড়ির আরও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি হয় ৷
উল্লেখ্য, গতকালই শ্রীনগরের খানইয়ার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে লস্কর-ই-তইবার কমান্ডার উসমানের মৃত্যু হয় ৷ আর তারপরেই আজ ভরা বাজারে গ্রেনেড হামলার ঘটনা ৷ এই হামলার নিন্দা করে ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থার কথা জানিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ৷
সেই পোস্টে তিনি লিখেছেন, "গত কয়েকদিনে উপত্যকা জুড়ে শুধুমাত্র হামলা ও তার পাল্টা এনকাউন্টারের খবর উঠে আসছে ৷ আর আজকে 'সানডে মার্কেটে' নিরাপরাধ ব্যবসায়ীদের উপর গ্রেনেড হামলার ঘটনা বিচলিত করার মতো ৷ নিরাপরাধ সাধারণ মানুষের উপর হামলার কোনও ব্যাখ্যা হতে পারে না ৷ এই ধরনের হামলা বন্ধ করতে, যত দ্রুত সম্ভব সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করা দরকার ৷"