পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

5 বছরে ভারতে ‘অস্বাভাবিক মৃত্যু’ হয়েছে 528 হাতির, লোকসভায় জানাল কেন্দ্র - Elephant Death

Elephant Death: গত পাঁচ বছরে 528টি হাতি মারা গিয়েছে ভারতে ৷ সোমবার লোকসভায় এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ জলপাইগুড়ির সাংসদ বিজেপির জয়ন্ত রায় ও আরেক বিজেপি সাংসদ সঙ্গীতা কুমারী সিং দেও-এর প্রশ্নের উত্তরে এই কথা জানানো হয় কেন্দ্রের তরফে ৷

Elephant Death
প্রতীকী ছবি (ফাইল চিত্র)

By PTI

Published : Jul 29, 2024, 6:47 PM IST

নয়াদিল্লি, 29 জুলাই: গত পাঁচ বছরে ভারতে 528টি হাতির মৃত্যু হয়েছে ৷ সোমবার সংসদে কেন্দ্রীয় সরকারের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে চোরাশিকার, বিষক্রিয়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ও ট্রেন দুর্ঘটনা-সহ একাধিক কারণে এই মৃত্যু হয়েছে ৷

হাতির মৃত্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে লোকসভায় প্রশ্ন করেছিলেন জলপাইগুড়ির সাংসদ বিজেপির জয়ন্ত রায় ৷ সঙ্গীতা কুমারী সিং দেও নামে আরও এক বিজেপি সাংসদ এই প্রশ্ন করেছিলেন ৷ তারই উত্তর সোমবার লোকসভায় দেন কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং ৷

তখনই তিনি এই তথ্য দেন ৷ একই সঙ্গে তিনি জানান, গত পাঁচ বছরে 392টি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং 73টি হাতি ট্রেনের ধাক্কায় মারা গিয়েছে ৷ চোরাশিকারিদের কবলে পড়ে 50টি হাতির মৃত্যু হয়েছে ৷ বিষক্রিয়ায় মারা গিয়েছে 13টি হাতি ৷

কেন্দ্রের তরফে এ দিন এই নিয়ে রাজ্য ভিত্তিক কিছু তথ্যও তুলে ধরা হয়েছে ৷ সেই তথ্য অনুযায়ী, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওড়িশায় 71, অসমে 55, কর্ণাটকে 52, তামিলনাড়ুতে 49, ছত্তিশগড়ে 32, ঝাড়খণ্ডে 30 ও কেরালায় 29টি হাতির মৃত্যু হয়েছে ৷ ট্রেন দুর্ঘটনায় অসমে 22, ওড়িশায় 16টি হাতি মারা গিয়েছে ৷ চোরাশিকারিরা ওড়িশায় 17, মেঘালয়ে 14 ও তামিলনাড়ুতে 10টি হাতিকে মেরে ফেলেছে ৷ এছাড়া অসমে 10টি, ছত্তিশগড়ে দু’টি ও পশ্চিমবঙ্গে একটি হাতি বিষক্রিয়ায় মারা গিয়েছে ৷

কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, 2017 সালে শেষবার হাতির গণনা হয়েছিল ৷ সেই সময় ভারতে 29 হাজার 964টি হাতি ছিল ৷ সারা বিশ্বের হাতির সংখ্যার 60 শতাংশ ভারতে রয়েছে ৷ গত সপ্তাহে কেন্দ্রের তরফে সংসদে দেওয়া একটি তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে 2 হাজার 853 জন হাতির হানায় মারা গিয়েছেন ৷ পাঁচ বছরের মধ্যে 2023 সালে সংখ্যাটা সর্বাধিক ছিল ৷ ওই বছর হাতির হানায় 628 জনের মৃত্যু হয় ৷ গত পাঁচ বছরে হাতির হানায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ওড়িশায় ৷ সংখ্যাটা হল 624 ৷ তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ৷ এ রাজ্যে গত পাঁচ বছরে 436 জন হাতির হানায় মারা গিয়েছে ৷

সরকারের তরফে জানানো হয়েছে যে ‘প্রজেক্ট টাইগার অ্যান্ড এলিফ্যান্ট’-এর অধীনে কেন্দ্রীয় সরকার আর্থিক ও কারিগরী সহায়তা করে বন্যপ্রাণী, বন্যপ্রাণীর আবাস, করিডর-সহ একাধিক বিষয় রুখে দেওয়ার জন্য ৷ কিন্তু এই কাজ করার দায়িত্ব রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ৷ এই নিয়ে একাধিক গাইডলাইনও একাধিকবার দেওয়া হয়েছে ৷ তার পরও যে হাতির মৃত্যু ঠেকানো যাচ্ছে না, তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট ৷

ABOUT THE AUTHOR

...view details