পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দলের নেতারাই বদনাম করার চেষ্টা করছেন, অভিযোগ আপ নেত্রী স্বাতির - Swati Maliwal Assault Case - SWATI MALIWAL ASSAULT CASE

Swati Maliwal Assault Case: বুধবার দলের মন্তব্যের তীব্র বিরোধিতা করেন স্বাতী ৷ তাঁর অভিযোগ, চাপে পড়ে এধরণের মন্তব্য করেছে দল ৷ এখন তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ৷

Swati Maliwal
স্বাতি মালিওয়াল (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 4:16 PM IST

নয়াদিল্লি, 22 মে:দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আম আদমি পার্টির (এএপি) সাংসদ স্বাতি মালিওয়াল ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সচিব বিভব কুমারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন তিনি ৷ কিন্তু, তাঁর সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আপ ৷ বুধবার দলের সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন স্বাতী ৷ তাঁর অভিযোগ, চাপে পড়ে এধরণের মন্তব্য করেছে দল ৷ এখন তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ৷

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন আপের এই সাংসদ ৷ সেখানে তিনি লেখেন, "দলের এক শীর্ষ নেতা গতকাল আমাকে ফোন করেছিলেন ৷ তিনি জানান সকলের উপর এই বিষয়টি নিয়ে বেশ চাপ রয়েছে ৷ আমার পাশে দাঁড়ালে দল থেকে বহিষ্কার করারও হুমকি দেওয়া হয়েছে তাঁদের ৷ আমার বিরুদ্ধে আজেবাজে মন্তব্য করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের ৷ আমেরিকায় বসে আমার বিরুদ্ধে নজরদারি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে ৷ কিছু ভুয়ো সাংবাদিকদের দায়িত্ব দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে স্টিং অপারেশন করার জন্য ৷ তবে, এই সব করে কোনও লাভ হবে না ৷"

শনিবার দুপুরে মূল অভিযুক্ত কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমারকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷ তিস হাজারি আদালতে পেশ করা হয় তাঁকে ৷ আদালত পাঁচদিনের পুলিশি হেফাজতে পাঠায় কেজরিওয়ালের সচিবকে। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে দিল্লি পুলিশ এরপর সোমবার ধৃতকে কেজরিওয়ালের বাসভবনে নিয়ে যায় ৷ যেখানে 13 মে স্বাতী মালিওয়ালকে হেনস্তা করা হয়েছিল বলে অভিযোগ । সেখানে গিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করে এবং বিভব কুমারের সমস্ত উত্তর রেকর্ড করে। সম্প্রতি বিভবের আই ফোনের তথ্য বের করার জন্য তাঁকে মুম্বই নিয়ে যাওয়া হয় ৷ বুধবার তাঁকে সেখান থেকে নিয়ে আসা হয়েছে ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details