নয়াদিল্লি, 22 মে:দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আম আদমি পার্টির (এএপি) সাংসদ স্বাতি মালিওয়াল ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সচিব বিভব কুমারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন তিনি ৷ কিন্তু, তাঁর সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আপ ৷ বুধবার দলের সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন স্বাতী ৷ তাঁর অভিযোগ, চাপে পড়ে এধরণের মন্তব্য করেছে দল ৷ এখন তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ৷
এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন আপের এই সাংসদ ৷ সেখানে তিনি লেখেন, "দলের এক শীর্ষ নেতা গতকাল আমাকে ফোন করেছিলেন ৷ তিনি জানান সকলের উপর এই বিষয়টি নিয়ে বেশ চাপ রয়েছে ৷ আমার পাশে দাঁড়ালে দল থেকে বহিষ্কার করারও হুমকি দেওয়া হয়েছে তাঁদের ৷ আমার বিরুদ্ধে আজেবাজে মন্তব্য করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের ৷ আমেরিকায় বসে আমার বিরুদ্ধে নজরদারি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে ৷ কিছু ভুয়ো সাংবাদিকদের দায়িত্ব দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে স্টিং অপারেশন করার জন্য ৷ তবে, এই সব করে কোনও লাভ হবে না ৷"