নয়াদিল্লি, 26 জানুয়ারি: সার্চ ইঞ্জিন গুগল ভারতের 75 তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি বিশেষ ডুডল প্রকাশ করেছে ৷ যা এনালগ টেলিভিশন থেকে স্মার্টফোন পর্যন্ত দেশের যাত্রা চিত্রিত করেছে। ডুডল হল এমন এক ধরনের অঙ্কন যেখানে সবচেয়ে বড় ঘটনা বা বিষয়গুলিকে সহজভাবে চিত্রিত করা হয়। আজকের গুগল ডুডলে, গত কয়েক দশকে রাজধানীতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ কী উপায়ে পর্দায় দেখা গিয়েছে তা দেখানোর চেষ্টা করা হয়েছে।
ভারত 1947 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয় এবং 26 জানুয়ারি, 1950 সালে দেশের সংবিধান গৃহিত হয় ৷ প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় দেশ। সময়ের সঙ্গে ক্যাথোড রে টিউব-সহ বড় টেলিভিশন সেট থেকে ছোট টিভি এবং তারপর স্মার্টফোনে চলে এসেছে দেশ-সহ গোটা বিশ্ব। ডুডলটিতে দু'টি টিভি সেট এবং একটি মোবাইল ফোন দেখানো হয়েছে যার ইংরেজি অক্ষর 'জি' বাম দিকে প্রথম এনালগ টেলিভিশন সেটের উপরে লেখা গুগল এর জন্য এবং দুটি 'ও' অক্ষর হিসেবে দেখানো দুটি টিভি পর্দা।
গুগল শব্দটির বাকি তিনটি ইংরেজি অক্ষর 'জি', 'এল' এবং 'ই' ডানদিকে দেখানো মোবাইল হ্যান্ডসেটের স্ক্রিনে লেখা আছে। প্রথম টিভির পর্দায় সাদা-কালো রঙে প্যারেডের একটি দৃশ্য দেখানো হয়, দ্বিতীয় রঙিন পর্দায় উটের চড়ার দৃশ্য দেখিয়ে প্রযুক্তির যাত্রা তুলে ধরা হয়। এই ডুডলে লেখা আছে, 'এই ডুডলটি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তৈরি করা হয়েছে যা 1950 সালের সেই দিনটিকে স্মরণ করিয়ে দেয় যখন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং জাতি নিজেকে সার্বভৌম, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র ঘোষণা করেছিল।' এতে বলা হয়েছে, 'আজকের ডুডলটি অতিথি শিল্পী বৃন্দা ঝাভেরি তৈরি করেছেন, যাতে গত কয়েক দশক ধরে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ বিভিন্ন ধরনের পর্দায় চিত্রিত করা হয়েছে ।'