পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পাহাড়ি রাস্তা থেকে জঙ্গলে পড়ল গাড়ি, প্রাণ গেল চার জওয়ানের - Sikkim Accident

Four Army Personnel Killed: ভরা বর্ষায় পূর্ব সিকিমে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল চার জওয়ানের। গাড়ি পাহাড়ি রাস্তা থেকে প্রায় 700-800 ফুট নীচে গিয়ে পড়াতেই দুর্ঘটনা।

Four Army Personnel Killed
পূর্ব সিকিমে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 9:46 PM IST

গ্যাংটক, 5 সেপ্টম্বর: পূর্ব সিকিমে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল চার সেনা জওয়ানের। পাহাড়ি রাস্তা থেকে নীচে পড়ে যায় সেনা বাহিনীর একটি গাড়ি । তার জেরেই প্রাণ যায় এই 4 সেনা জওয়ানের। পূর্ব সিকিমের প্যাকং থেকে কালিম্পঙের পেডংয়ে আসছিল গাড়িটি । সেই সময় প্যাকংয়ের কাছে একটি এলাকায় পাহাড়ি রাস্তা থেকে প্রায় 700-800 ফুট নীচে জঙ্গলে পড়ে যায় ।

ঘটনায় প্রাণ গিয়েছে সুবেদার কে থ্যাংগাপান্ডি, নায়ের গুরসেও সিং, সেপাই পিটার সিং এবং সেপাই প্রদীপ প্যাটেল । প্রথম জনের বাড়ি তামিলনাড়ু । প্রদীপের বাড়ি মধ্যপ্রদেশে। পিটারের বাড়ি ইম্ফলে এবং গুরসেও সিং হরিয়ানার বাসিন্দা । এঁরা সকলেই বিন্নাগুঁড়ির ইএমসি ইউনিটে কাজ করতেন ।

জঙ্গলে গাড়ি পড়ে যাওয়ার খবর পেয়ে প্রশাসনের তরফে উদ্ধারের কাজ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে চারজনের দেহ মেলে । ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । স্থানীয় পুলিশের তরফে চারজনের দেহ ইতিমধ্যেই সেনা আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বর্ষাকালে দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এই ধরনের দুর্ঘটনার পরিমাণ অনেকটাই বেড়ে যায়। বিপদে ঘেরা রাস্তা ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় প্রাণ যায় সেনা জওয়ানদের ।

মাত্র কয়েকদিন আগে আচমকাই খাদে পড়ে যায় ভারতীয় সেনার একটি ট্রাক ৷ নিহত 3 জওয়ান ৷ গুরুতর আহত আরও বেশ কয়েকজন ৷ ঘটনাটি ঘটে অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায় ৷ ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী পেমা খান্দু ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "তাপি গ্রামের কাছে মঙ্গলবারের দুর্ঘটনায় তিন জওয়ানের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ৷ দেশের প্রতি তাঁদের সেবা এবং সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে ৷ মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ আমি ভগবান বুদ্ধের কাছে সাহসী আত্মার শান্তি কামনা করি ।"

ABOUT THE AUTHOR

...view details