রাঁচি, 28 জুন: জমি সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ শুক্রবার ব্যক্তিগত 50 হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করলেন বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ৷ ঝাড়খণ্ড উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 31 জানুয়ারি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা তথা রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি ৷
বীরসা মুণ্ডা জেল থেকে বেরিয়ে তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, "আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ৷ ষড়যন্ত্র করা হয়েছিল আমার বিরুদ্ধে ৷ পাঁচ মাস জেলে কাটাতে আমায় বাধ্য করা হয়েছে ৷" জামিন পেয়ে আদালত নিয়ে তিনি বলেন, "আমি বিচার ব্যবস্থাকে সম্মান করি ৷ আদালত তার রায় জানিয়েছে ৷ আমি এখন মুক্ত (জামিনে) ৷ তবে বিচার প্রক্রিয়া খুব দীর্ঘ ছিল ৷" প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করে, "আমি যে কাজ, যে লড়াই শুরু করেছি, তা শেষ করবই ৷ "
মিলল না জামিন, তথ্য 'লুকনোয়' হেমন্ত সোরেনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
গত 13 জুন শুনানির পর হেমন্ত সোরেনের জামিন নিয়ে রায়দান সুরক্ষিত রেখছিল ঝাড়খণ্ড হাইকোর্ট ৷ শুক্রবার আদালত তাঁর জামিন মঞ্জুর করে ৷ আদালতের রায়ের পর সোরেনের আইনজীবী অরুণাভ চৌধুরী বলেন, "সোরেনের জামিন মঞ্জুর করা হয়েছে । আদালত প্রাথমিকভাবে মনে করেছে যে তিনি এই মামলায় দোষী নন এবং জামিনে থাকাকালীন আবেদনকারীর অপরাধ করার কোনও সম্ভাবনা নেই ।" এই মামলাতেও ইডি আদালতে হেমন্তের জামিনের বিরোধিতা করেছিল ৷ হাইকোর্টের কাছ থেকে 48 ঘণ্টা সময় চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টে আবেদন জানাবে বলে ৷ তবে আদালত তা খারিজ করে দেয় ৷