পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিস্ফোরণে উড়ে যাবে রেস্তরাঁ, বেতন না পেয়ে ভুয়ো বোমাতঙ্ক ছড়ালেন প্রাক্তন কর্মী - Hoax Bomb Call - HOAX BOMB CALL

Hoax Bomb Call: কর্ণাটকের মহাদেবপুর থানা ৷ সেখানেই রয়েছে পাস্তা রেস্তরাঁ ৷ বুধবার সেই রেস্তরাঁয় ভুয়ো বোমাতঙ্ক ছড়ায় ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Bengaluru
Bengaluru

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 1:19 PM IST

বেঙ্গালুরু, 28 মার্চ: বেতন না মেলায় ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটে কর্ণাটকের মহাদেবপুর থানা এলাকায় ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ভেলু ৷ তিনি কর্ণাটকের বনসওয়াড়ির বাসিন্দা ৷ তিনি মহাদেবপুরের একটি রেস্তরাঁয় কাজ করতেন ৷ বেতন বকেয়া থাকায় তিনি ওই রেস্তরাঁয় বোমা আছে বলে ভুয়ো আতঙ্ক ছড়ান ৷

মহাদেবপুরের ওই রেস্তরাঁটির নাম পাস্তা ৷ সেখানে বুধবার রাতে একটি ফোন আসে ৷ তাতে জানানো হয় যে রেস্তরাঁর মধ্যে একটি ব্যাগে বিস্ফেরক রাখা আছে ৷ কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ হবে ৷ এর পরই কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷ মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত গ্রাহকদের মধ্যেও এই নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ শুরু হয়ে যায় হুড়োহুড়ি ৷

রেস্তরাঁ কর্তৃপক্ষ পুলিশে খবর দেয় ৷ মহাদেবপুর থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়৷ ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড ৷ পুরো রেস্তরাঁয় তল্লাশি চালানো হয় ৷ কিন্তু কোনও বোমার হদিশ মেলেনি ৷ ফলে পুলিশ বুঝতে পারে যে ভুয়ো আতঙ্ক ছড়াতেই বোমা রাখার কথা বলা হয় ৷

পুলিশ জানিয়েছে, ফোন কলের সূত্র ধরে অভিযুক্তের সন্ধান শুরু হয় ৷ সেই পদ্ধতিতেই ভেলুর সন্ধান মেলে ৷ ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয় ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে যে ভেলু পাস্তা রেস্তরাঁর ইন্দিরা নগর ব্রাঞ্চের কর্মী ছিলেন ৷ তাঁর বিরুদ্ধে কাজের সময় মত্ত অবস্থায় থাকা এবং সহকর্মী ও গ্রাহকদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ছিল ৷

তাই মাসতিনেক আগে তাঁকে কাজ থেকে বরখাস্ত করা হয় ৷ তাঁকে বেতনও দেওয়া হয়নি ৷ এই নিয়েই তিনি ক্ষুব্ধ ছিলেন ৷ পুলিশের ধারণা সেই ক্ষোভ থেকেই বোমাতঙ্ক ছড়িয়েছেন তিনি ৷ ঘটনার সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন ৷ তবে এর পিছনে তাঁর অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. মদের নেশায় গুগলের অফিস উড়িয়ে দেওয়ার হুমকি ! আটক অভিযুক্ত
  2. বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ! গ্রেফতার মহিলা যাত্রী
  3. বন্ধুদের প্রেমের সুযোগ করে দিতে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে ধৃত যুবক

ABOUT THE AUTHOR

...view details