বেঙ্গালুরু, 28 মার্চ: বেতন না মেলায় ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটে কর্ণাটকের মহাদেবপুর থানা এলাকায় ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ভেলু ৷ তিনি কর্ণাটকের বনসওয়াড়ির বাসিন্দা ৷ তিনি মহাদেবপুরের একটি রেস্তরাঁয় কাজ করতেন ৷ বেতন বকেয়া থাকায় তিনি ওই রেস্তরাঁয় বোমা আছে বলে ভুয়ো আতঙ্ক ছড়ান ৷
মহাদেবপুরের ওই রেস্তরাঁটির নাম পাস্তা ৷ সেখানে বুধবার রাতে একটি ফোন আসে ৷ তাতে জানানো হয় যে রেস্তরাঁর মধ্যে একটি ব্যাগে বিস্ফেরক রাখা আছে ৷ কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ হবে ৷ এর পরই কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷ মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত গ্রাহকদের মধ্যেও এই নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ শুরু হয়ে যায় হুড়োহুড়ি ৷
রেস্তরাঁ কর্তৃপক্ষ পুলিশে খবর দেয় ৷ মহাদেবপুর থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়৷ ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড ৷ পুরো রেস্তরাঁয় তল্লাশি চালানো হয় ৷ কিন্তু কোনও বোমার হদিশ মেলেনি ৷ ফলে পুলিশ বুঝতে পারে যে ভুয়ো আতঙ্ক ছড়াতেই বোমা রাখার কথা বলা হয় ৷