নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি: শিখ-বিরোধী দাঙ্গায় প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের আমৃত্যু কারাদণ্ড ৷ দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত মঙ্গলবার 1984 সালের শিখ-বিরোধী দাঙ্গার সময় সরস্বতী বিহার মামলার রায় ঘোষণা করেছে । আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা ও চারবারের সাংসদ সজ্জন কুমার ৷ বিশেষ বিচারক কাবেরী বাওয়েজা এই রায় দেন । আদালত 12 ফেব্রুয়ারি সজ্জন কুমারকে দোষী ঘোষণা করেছিল ।
এই মামলায় সিবিআই এবং অভিযোগকারী সজ্জন কুমারের মৃত্যুদণ্ড দাবি করেছিলেন । যেই মামলায় তাকে শাস্তি দেওয়া হয়েছে সেই মামলাটি 1 নভেম্বর, 1984 সালের ৷ পশ্চিম দিল্লির রাজ নগরে সর্দার যশবন্ত সিং এবং সর্দার তরুণ দীপ সিংকে হত্যা করা হয়েছিল । ওইদিন সন্ধ্যা সাড়ে 4টে 30 মিনিটের দিকে একদল দাঙ্গাবাজ রাজ নগর এলাকায় নিহতদের বাড়িতে লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় । অভিযোগকারীদের মতে, ওই জনতার নেতৃত্বে ছিলেন সজ্জন কুমার ৷ সেই সময় তিনি আউটার দিল্লি লোকসভা থেকে কংগ্রেস সাংসদ ছিলেন ।