আমেদাবাদ, 3 এপ্রিল: দুই প্রতিবেশী দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত সমস্যার সব দায় কংগ্রেসের, বিশেষত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ৷ এমনটাই দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ কংগ্রেস জমানায় ভুলের জন্য আজ পাকিস্তান কাশ্মীরের বেশ কিছুটা দখল করে পিওকে-তে বসে রয়েছে ৷ আরেক দিকে চিনও ভারতের আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ঢুকে দখলদারি চালাচ্ছে ৷
ভারত রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার প্রস্তাব পেলেও তা হয়নি ৷ এই প্রসঙ্গে জয়শঙ্করের দাবি, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন, 'ভারত পরে, প্রথমে চিন' ৷ মঙ্গলবার তিনি গুজরাতে চেম্বার অফ কমার্সের একটি সভায় ছিলেন ৷ সেখানে সাংবাদিকরা জয়শঙ্করকে প্রশ্ন করেন, ভারত কি পিওকে এবং চিনের দখল করা অংশের সঙ্গে আপস করে নেবে ? নাকি সেই জায়গাগুলি ফিরিয়ে আনার চেষ্টা করবে ৷
বিদেশমন্ত্রী বলেন, "1950 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল নেহরুকে চিনের বিষয়ে সতর্ক করেছিলেন ৷ তিনি নেহরুকে বলেছিলেন, এই প্রথমবার আমরা একসঙ্গে দু'টি প্রতিবেশী দেশের মুখোমুখি হয়েছি ৷ এরকমটা এর আগে কখনও হয়নি ৷ তিনি আরও বলেছিলেন, চিন যা বলছে তা তিনি বিশ্বাস করছেন না ৷ কারণ, চিনারা বলছে এক, কিন্তু তাদের উদ্দেশ্য অন্যকিছু ৷ তাই সাবধানতা অবলম্বন করা দরকার ৷"
অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রীর কথা উড়িয়ে দিয়েছিলেন জওহরলাল নেহরু ৷ এই প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, "নেহরু তখন প্যাটেলকে বলেছিলেন, আপনি চিনাদের অহেতুক সন্দেহ করছেন ৷ তিনি এটাও বলেছিলেন যে, হিমালয়ের কাছাকাছি থাকা কোনও দেশের পক্ষে আমাদের আক্রমণ করা সম্ভব নয় ৷ তিনি এই তত্ত্ব খারিজ করে দিয়েছিলেন ৷"