মুম্বই, 16 এপ্রিল: সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ৷ রবিবার বান্দ্রায় সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে। এরপরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযানে নামে পুলিশ ৷ মুম্বই পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে গুজরাতের ভুজ থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম ভিকি গুপ্তা এবং সাগর পাল ৷
মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর, দুই অভিযুক্ত গুলি চালানোর ঘটনার পরই মুম্বই থেকে পালিয়ে গিয়েছিল ৷ তাদের গুজরাতের ভুজ থেকে গ্রেফতার করা হয়েছে ৷ একই সঙ্গে ক্রাইম ব্রাঞ্চের এক আধিকারিক জানিয়েছেন, তদন্তের স্বার্থে তাদের মুম্বইয়ে নিয়ে আসা হবে ৷ রবিবার ভোরে গুলি চালানোর ঘটনাটি ঘটে সলমন খানের বাড়ির বাইরে ৷ দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালাতে দেখা যায় সিসিডিভি ফুটেজে ৷ এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। নড়েচড়ে বসে প্রশাসন ৷ দ্রুত পদক্ষেপের জন্য অভিযানও শুরু হয় ৷ প্রাথমিক তদন্তের পর মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজনরা একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে পৌঁছেছিল ৷ দু'জনেরই মুখ হেলমেটে ঢাকা ছিল ৷ যার জেরে মনে করা হচ্ছে, এটি আদতে পরিকল্পিত হামলা ৷