পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঝাড়খণ্ডের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে

Fire breaks out at Jharkhand Hospital: ঝাড়খণ্ডের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন ৷ শুক্রবার রাতে ঝাড়খণ্ডের ধানবাদে এসএনএমএমসিএইচ হাসপাতালে আগুন লাগে ৷ ডায়ালিসিস বিভাগ থেকে আগুন ছড়িয়ে পড়ে স্ত্রী রোগ বিভাগেও ৷ যদিও হতাহতের খবর নেই ৷

ETV Bharat
ঝাড়খণ্ডের হাসপাতালে ভয়াবহ আগুন

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 8:56 AM IST

Updated : Mar 2, 2024, 9:50 AM IST

ঝাড়খণ্ডের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন

ধানবাদ, 2 মার্চ: সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন ৷ যদিও কারও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ রোগীরা সকলেই সুরক্ষিত আছে ৷ শুক্রবার রাতে ঝাড়খণ্ডের ধানবাদে এসএনএমএমসিএইচ হাসপাতালে আগুন লাগে ৷ রাজ্যে এটিই সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ৷ প্রথমে হাসপাতালের দ্বিতীয় তলে ডায়ালিসিস বিভাগে আগুন লাগে ৷ সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে স্ত্রী রোগ বিভাগেও ৷ তড়িঘড়ি রোগীদের বের করে আনা হয় ৷

দ্রুত রোগীদের উদ্ধার করে আনার পাশাপাশি দমকলের দু'টি ইঞ্জিনও সময়ে ঘটনাস্থলে পৌঁছয় ৷ শীঘ্রই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল ৷ কীভাবে আগুন লেগেছিল, সেই কারণ স্পষ্ট নয় ৷ তবে শট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে ৷ রোগীদের আত্মীয়-পরিজনরা জানিয়েছেন, ডায়ালিসিস ওয়ার্ডের পাশেই স্ত্রী রোগীদের ওয়ার্ড রয়েছে ৷ সেখানে প্রায় 15 থেকে 20 জন রোগী চিকিৎসাধীন ছিলেন ৷ কয়েকজন রোগীকে হাসপাতালের বাইরে রাখা হয়েছে ৷ আর কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে জরুরি বিভাগে স্থানান্তরিত করা হয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, ধোঁয়া উপরের এনআইসিইউ ওয়ার্ড পর্যন্ত পৌঁছে গিয়েছে ৷ এর ফলে ওই ওয়ার্ডের শিশুদেরও অন্যত্র স্থানান্তরিত করা হয় ৷

গত বছর 28 জানুয়ারি ধানবাদের হাজরা ক্লিনিকে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটেছিল ৷ সেই অগ্নিকাণ্ডে এক চিকিৎসক দম্পতি-সহ পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু হয় ৷ ওই আরসি হাজরা মেমোরিয়াল হাসপাতালটিতে আইভিএফ পদ্ধতিতে চিকিৎসা হত ৷ ওই ক্লিনিকেই ডাঃ বিকাশ হাজরা এবং তাঁর স্ত্রী প্রেমা হাজরা থাকতেন ৷ আনুমানির রাত 2টোর সময় আরসি হাজরা মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলে স্টোররুমে আগুন লেগেছিল ৷ সেবার দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে চিকিৎসক দম্পতি, তাঁদের পরিচারিকা এবং অন্য দুই আত্মীয়ের মৃত্যু হয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৷ এমনকী চিকিৎসক দম্পতির একটি পোষা কুকুরেরও মৃত্যু হয় ৷

আরও পড়ুন:

  1. ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু 2 জনের, লিলুয়ার ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা
  2. বাংলাদেশের বহুতলে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত কমপক্ষে 43
  3. মহম্মদ আলিপার্কের কাছে তেলের ট্যাঙ্কার উলটে ভয়াবহ আগুন, মৃত চালক
Last Updated : Mar 2, 2024, 9:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details