বেঙ্গালুরু, 15 মার্চ: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ৷ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 17 বছরের এক নাবালিকা মেয়েকে যৌন হয়রানির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পকসো এবং ভারতীয় দণ্ডবিধির 354 (এ) ধারায় মামলাও রুজু করা হয়েছে।
শুক্রবার পুলিশ জানিয়েছে, 17 বছর বয়সি নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে পকসো আইনের ধারায় প্রবীণ বিজেপি নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷ ওই নির্যাতিতার মা অভিযোগ করেছেন, 81 বছর বয়সি ইয়েদুরাপ্পা চলতি বছর 2 ফেব্রুয়ারি বাড়িতে তাঁর মেয়েকে যৌন নির্যাতন করেছিলেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷
পুলিশের দাবি, বিজেপির এই নেতার বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের 8 ধারা এবং ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) 354 (এ) ধারায় মামলা রুজু করা হয়েছে। সদাশিবনগর থানায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অন্যদিকে, তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পা বলেন, "কয়েকদিন আগে একজন মহিলা আমার বাড়িতে এসেছিলেন। তিনি কাঁদছিলেন এই বলে যে, কিছু সমস্যা তাঁর আছে। আমি তাঁর কাছে পুরো ব্যাপারটা জানতে চেয়েছিলাম ৷ আমি ব্যক্তিগতভাবে পুলিশকে ফোনও করে ছিলাম। বিষয়টি কমিশনারকে জানিয়ে ওই মহিলাকে সাহায্য করতেও বলেছি। পরে ওই মহিলা আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। আমি নিজেও বিষয়টি পুলিশ কমিশনারের কাছে জানিয়েছি ৷ গতকাল পুলিশ আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। দেখা যাক এরপর কী হয় ৷ এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে তা এখনই বলা যাবে না।"
অন্যদিকে, এই ঘটনা প্রকাশ্য়ে আসতেই বিজেপিকে আক্রমণ করেছে বিরোধীরা ৷ তৃণমূলের রাজ্যসভার প্রার্থী সাগরিকা ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, "বিজেপির 'নারী শক্তি' স্লোগান কতটা খাঁটি তা আবারও প্রকাশ পেয়েছে। বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পসকো বা শিশু যৌন নির্যাতন আইনের অধীনে মামলা করা হয়েছে।"