পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রেশন কার্ডে জালিয়াতি-সহ পূজা খেড়করের বিরুদ্ধে আরও অভিযোগ প্রকাশ্যে - IAS Pooja Kehdkar - IAS POOJA KEHDKAR

IAS Pooja Kehdkar: আইএএস পূজা খেড়করকে নিয়ে আরও অভিযোগ প্রকাশ্যে এল ৷ একাধিক ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে ভুয়ো ঠিকানা জমা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ তাঁর প্রশিক্ষণ স্থগিত করে দেওয়া হয়েছে ৷ তাঁকে আইএএস অ্যাকাডেমিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

IAS Pooja Kehdkar
রেশন কার্ডে জালিয়াতি-সহ পূজা খেড়করের বিরুদ্ধে আরও অভিযোগ প্রকাশ্যে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 7:32 PM IST

পুনে, 17 জুলাই: বিতর্কিত আইএএস পূজা খেড়করকে নিয়ে আরও একটি অভিযোগ সামনে এসেছে ৷ আগেই অভিযোগ উঠেছিল যে তিনি চাকরি পাওয়ার জন্য শারীরিক প্রতিবন্ধকতা সংক্রান্ত ভুয়ো শংসাপত্র জমা দিয়েছিলেন ৷ সেই শংসাপত্রতে তাঁর বাড়ির যে ঠিকানা দেওয়া হয়েছিল, সেটিও ভুয়ো বলে এবার অভিযোগ উঠেছে ৷ এখানেই শেষ নয়, তিনি ভুয়ো রেশন কার্ডও সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ ৷

পূজা থাকেন পুনের বানেরে ৷ কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা সংক্রান্ত শংসাপত্র নেওয়ার জন্য তিনি পুনের পিম্পিরি চিঞ্চওয়াড়ের তালওয়াড় এলাকার দেহু-আলান্দির 52 নম্বর প্লটের ঠিকানা হাসপাতালে জমা দিয়েছিলেন ৷ ওই ঠিকানাটি আসলে তাঁর মা মনোরমা খেড়করের কোম্পানির ৷

ওই কোম্পানির নাম থেরমোভেরিটা ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড ৷ পূজা যে অডি গাড়িটি ব্যবহার করেন, সেটি ওই কোম্পানির ঠিকানাতেই কেনা হয়েছে ৷ সংশ্লিষ্ট সংস্থা গত তিন বছর ধরে কর জমা দেয়নি বলে অভিযোগ ৷ তার পরিমাণ 2 লাখ 77 হাজার 688 টাকা ৷ পিম্পিরি পুরসভার কর আদায় বিভাগ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে ৷

মহারাষ্ট্রের পুনেতে তাঁর যে বাড়ি আছে, তার একটা অংশ জবরদখল করা জমিতে রয়েছে বলে অভিযোগ উঠেছিল ৷ প্রশাসনের তরফে সেই অংশ ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে ৷ এদিকে পূজার মা মনোরমা খেড়করের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে এক কৃষককে ভয় দেখানোর যে ভিডিয়ো ভাইরাল হয়, সেই নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে ৷

বিতর্কে রয়েছেন পূজার বাবা দিলীপ খেড়করও ৷ তিনি 2024 সালে চাকরি থেকে অবসর নেন ৷ তার পর ভোটে লড়েন ৷ তখন তাঁর সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে আসে ৷ তার পরিমাণ 40 কোটি টাকা ৷ চাষবাস করে তিনি বছরে 43 লক্ষ টাকা আয় করেন ৷ সরকারি আধিকারিক হিসেবে তিনি কিভাবে এত সম্পত্তি করলেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে ৷ সেই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে অ্যান্টি কোরাপশন ব্যুরো ৷ পাশাপাশি আয়কর দফতর পুরো খেড়কর পরিবারের বিরুদ্ধেই তদন্ত শুরু করেছে ৷

বিতর্ক তৈরি হওয়ার পর পূজাকে বদলি করে দেওয়া হয় ৷ এবার তাঁর প্রশিক্ষণই স্থগিত করে দেওয়া হয়েছে ৷ এই নিয়ে মহারাষ্ট্র সরকারের তরফে তাঁকে নির্দেশও দেওয়া হয়েছে ৷ তাঁকে মৌসুরির প্রশিক্ষণ কেন্দ্রে যেতে বলা হয়েছে ৷ আপাতত তিনি ওয়াসিমে সরকারি রেস্ট হাউজে রয়েছেন ৷ গত ছ’দিনে তিনি সেখানে ছ’হাজার টাকা বিল পে করেছেন ৷ বুধবারই তাঁর সেখান থেকে চলে যাওয়ার কথা ৷ এর পর তিনি সোজা দিল্লিতে যাবেন বলে খবর ৷ তাঁর প্রশিক্ষণ স্থগিত হয়ে যাওয়ার পর তাঁর কাছ থেকে সরকারি গাড়ি নিয়ে নেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details