পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

29 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত 'দিল্লি চলো' অভিযান, কৃষক সংগঠনগুলির ডাকে আজ মোমবাতি মিছিল - কৃষক আন্দোলন

Farmers Protest in Punjab-Haryana Border: আপাতত কয়েকদিনের বিরতি ৷ পঞ্জাব-হরিয়ানা সীমানায় গত কয়েক সপ্তাহ ধরে চলা এই অবস্থান বিক্ষোভ 29 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা ও কিষাণ মজদুর মোর্চা ৷ তবে, আজ সংগঠনগুলির তরফে মোমবাতি মিছিলের ডাক দেওয়া হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 12:46 PM IST

চণ্ডিগড়, 24 ফেব্রুয়ারি: আগামী 29 ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের 'দিল্লি চলো' অভিযানে বিরতি ৷ শুক্রবার কৃষক সংগঠনগুলি এই ঘোষণা করেছে ৷ সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চা এ নিয়ে একটি সূচি প্রকাশ করেছে ৷ যেখানে বলা হয়েছে, আগামী 28 ফেব্রুয়ারি এই দুই সংগঠন আবারও আলোচনায় বসবে ৷ ততদিন পঞ্জাব-হরিয়ানার শম্ভু ও খানাউরি সীমানায় জাতীয় সড়কের দু’ধারের মাঠে কৃষকরা অবস্থান করবেন ৷ তার আগে আজ মোমবাতি মিছিলের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা ৷

অন্যদিকে, চারদিন আগে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে চণ্ডিগড়ে কৃষক নেতাদের যে বৈঠক হয়েছিল ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিতের বিষয়ে, তার কোনও ফলাফল বেরয়নি ৷ কেন্দ্রের প্রস্তাব নিয়ে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি আলোচনা করলেও, কোনও সুরাহা এখনও পাওয়া যায়নি ৷ এই পরিস্থিতিতে 28 ফেব্রুয়ারি ফের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন কৃষক নেতারা ৷ তবে, কৃষক নেতা সারওয়ান পাওয়ার দাবি করেছেন, কেন্দ্রের তরফে এখনও তাঁদের কাছে কোনও অফিসিয়াল চিঠি আসেনি বৈঠকের জন্য ৷

তিনি জানিয়েছে, কেন্দ্রের সঙ্গে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আলোচনা করতে কৃষক সংগঠনগুলি অফিসিয়াল বৈঠক ডাকা ও সেখানে উপস্থিত থাকার জন্য চিঠির দাবি করেছে ৷ কিন্তু, কেন্দ্রীয় সরকার তাদের সেই দাবিকে গুরুত্ব দিচ্ছে না ৷ আজ সন্ধেয় কৃষকদের মোমবাতি মিছিলের পাশাপাশি, আগামী 26 ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি পাঠাবেন আদিবাসীরা ৷ মূলত, রাজস্থান, গুজরাত ও মধ্যপ্রদেশের আদিবাসী সম্প্রদায়ের তরফে কৃষকদের দাবির সমর্থনে এই চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে ৷ সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিশ্ব বাণিজ্য সংস্থার আধিকারিকদের কুশপুতুল পোড়ানোর পরিকল্পনা রয়েছে ৷

উল্লেখ্য, বুধবার খানাউরি সীমানায় হরিয়ানা পুলিশের গুলিতে 21 বছরের শুভকরণ সিং নামে এক যুব কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ যে ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন কৃষকরা ৷ গতকাল পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নিহত কৃষকের পরিবারকে 1 কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছিলেন ৷ তবে, আজ সেই নিহত কৃষকের পরিবার সেই সাহায্য ফিরিয়ে দিয়েছে ৷ বদলে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন:

  1. দোষীদের শাস্তি না হলে কৃষক নেতা শুভকরণের দেহ দাহ হবে না, 1 কোটি টাকা ফিরিয়ে ঘোষণা পরিবারের
  2. খানাউরিতে নিহত কৃষকের পরিবারকে 1 কোটির আর্থিক সাহায্য, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর
  3. পঞ্জাবের খানৌরি সীমান্তে গুলির আঘাতে কৃষকের মৃত্যুর অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details