পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়, পাক সফরের আগেই বড় বার্তা জয়শঙ্করের - S Jaishankar On Pakistan

9 বছর বাদে পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী ৷ আলোচনা হবে কোন ইস্যুতে ?

S JAISHANKAR ON PAKISTAN
পাক সফরের আগেই বার্তা জয়শঙ্করের (সৌ: এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 3:43 PM IST

Updated : Oct 5, 2024, 4:16 PM IST

নয়াদিল্লি, 5 অক্টোবর: এসসিও (SCO) বৈঠকে যোগ দিতে গেলেও পাকিস্তানের সঙ্গে আলাদাভাবে কোনও আলোচনা নয় ৷ শনিবার স্পষ্ট করে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷

এমনকী বিদেশমন্ত্রী এও জানিয়েছেন, ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে কোনও আলোচনার করতে তিনি সে দেশে যাচ্ছেন না ৷

শুক্রবারই শোনা গিয়েছিল এসসিও বৈঠকে যোগ দিতে পাকিস্তানে যাচ্ছেন জয়শঙ্কর ৷ বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, বিদেশমন্ত্রী অক্টোবরের মাঝামাঝি সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) সামিটে যোগ দিতে পাকিস্তানে যাবেন ৷ এরপর দিল্লিতে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ৷ সেখানে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে তাঁর আসন্ন সফরের বিষয়ে জয়শঙ্কর বলেন, "হ্যাঁ, আমি অক্টোবরের মাঝামাঝি পাকিস্তানে যাচ্ছি ৷ এসসিও-র একজন সদস্য হিসেবেই বৈঠকে যোগ দিতে যাচ্ছি ৷"

এর সঙ্গেই, এস জয়শঙ্কর আরও বলেছেন, "এটি একটি বহুপাক্ষিক ইভেন্ট। আমি ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে সেখানে যাচ্ছি না। আমি মূলত যাচ্ছি, এসসিও'র একজন ভালো সদস্য হিসাবে বৈঠকে যোগ দিতে ৷ আর আপনারা জানেন, আমি একজন অত্যন্ত বিনয়ী এবং সুশীল ব্যক্তি। আমি সেই অনুযায়ী সেখানে আচরণ করব।"

জয়শঙ্কর এদিন আরও বলেন, "আমি জানি যে, এই সফর নিয়ে মিডিয়ার আগ্রহ থাকবে ৷ সৌজন্যে দুই দেশের সম্পর্কের ধরন ৷ তবে আমি বলতে চাই, এটি বহুপাক্ষিক ইভেন্ট ৷ সেখানে শুধুমাত্র ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি না ৷" বিদেশমন্ত্রী জানিয়েছেন, SCO শীর্ষ সম্মেলন এবার ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে, কারণ ভারতের মতোই পাকিস্তানও এই জোটের সদস্য।

মোদি মন্ত্রিসভার এই সদস্যের আরও দাবি, "সাধারণত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানরা এই ধরণের উচ্চ-পর্যায়ের বৈঠকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন ৷ তবে আমি এবার যোগ দিতে যাচ্ছি। বৈঠকটি পাকিস্তানে হচ্ছে, কারণ, আমাদের মতো, তারাও তুলনামূলকভাবে নতুন সদস্য ৷ অবশ্যই, আমি তার জন্য পরিকল্পনাও করছি।"

Last Updated : Oct 5, 2024, 4:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details