পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত 10 জনের মৃত্যু

Explosion at Firecracker Factory: তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে ৷ শনিবার বেলার এই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ যার মধ্যে মহিলার সংখ্যা অনেক বেশি ৷ ঘটনায় অনেকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷ দমকল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 2:13 PM IST

Updated : Feb 17, 2024, 4:42 PM IST

বিরুধুনগর (তামিলনাড়ু), 17 ফেব্রুয়ারি: তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ৷ শনিবার বিরুধুনগর জেলার রামু বেদানপট্টি এলাকার একটি বাজি কারখানায় এই ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে ৷ যার মধ্যে 5 জন মহিলার রয়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনায় অনেকে গুরুতর অবস্থায় স্থানীয় শিবকাশী সরকারি হাসপাতালে ভরতি রয়েছেন ৷ দমকল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে ৷ কীভাবে এই বিস্ফোরণ হল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

জানা গিয়েছে, বিস্ফোরণ স্থলে এখনও উদ্ধারকাজ চলছে ৷ দমকল ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে ৷ জানা গিয়েছে, বিস্ফোরণের পর ধ্বংসস্তুপে আরও অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে ৷ বিস্ফোরণ হওয়া বাজি কারখানার মালিকের নাম বিজয় বলে জানিয়েছে প্রশাসন ৷ উল্লেখ্য, বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে, আশেপাশের তিনটি বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এমনকি কারখানার সঙ্গে থাকা কয়েকটি বাড়িও পুরোপুরি ভেঙে পড়েছে ৷ ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে উদ্ধারকারী দল ৷

তবে, কী কারণে এই বিস্ফোরণ হল ? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, হঠাৎ করেই হয়তো এই দুর্ঘটনা ঘটেছে ৷ কিন্তু, বাজি কারখানায় বিস্ফোরণের পিছনে কোনও বাহ্যিক কারণ বা অন্তর্ঘাত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ পাশাপাশি, এই বাজি কারখানায় প্রয়োজনীয় সুরক্ষাবিধি মানা হয়েছিল কিনা, এমনকি কারখানায় কোনও নিষিদ্ধ রাসায়নিক বা বারুদের ব্যবহার হচ্ছিল কিনা, তাও তদন্ত করে দেখা হবে ৷ এর জন্য ফরেন্সিক দলকে ঘটনাস্থলে পাঠানো হতে পারে ৷

কিন্তু, এই মুহূর্তে সেখানে এখনও পকেট ফায়ার রয়েছে ৷ তাই উদ্ধারকাজের পাশাপাশি, দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ লাগাতার করে চলেছে ৷ উল্লেখ্য, এই ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন শোকপ্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে 3 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি ৷ এআইডিএমকে নেতা পালানিস্বামী এবং এএমএমকের সাধারণ সম্পাদক দিনাকরণ সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন ৷

আরও পড়ুন:

  1. মধ্যপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 9, আহত দুই শতাধিক
  2. বসিরহাটের ইটভাটায় চিমনি বিস্ফোরণকাণ্ডে মৃতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা সাহায্য রাজ্যের
  3. স্কুটি করে বোমা নিয়ে যাওয়ার পথে বিস্ফোরণ, নলহাটিতে জখম 2 দুষ্কৃতী
Last Updated : Feb 17, 2024, 4:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details