পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ওয়েনাড়ে ভূমিধসের নেপথ্যে কী কারণ রয়েছে, বিস্তারিত ব্যাখ্যা জানতে পড়ুন... - Wayanad Landslides

Wayanad Landslides: ওয়েনাড়ের ধ্বংসাত্মক ভূমিধস, যেখানে এত মানুষের প্রাণহানি হয়েছে, তা একটি পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় দ্রুত নগরায়ণ ও অন্য কারণে হয়েছে বলেই মনে করা হচ্ছে ৷ অনেকে বলছেন, এই ট্র্যাজেডি হওয়ারই ছিল । দু’জন শীর্ষস্থানীয় বিজ্ঞানী ইটিভি ভারতকে এই নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ৷

Wayanad Landslides
ওড়েনাড়ে ভূমিধস (এপি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 8:21 PM IST

Updated : Aug 1, 2024, 10:57 PM IST

নয়াদিল্লি, 1 অগস্ট: পশ্চিম ঘাটের অংশ উত্তর-পূর্ব কেরালার পরিবেশগতভাবে সংবেদনশীল ওয়েনাড় জেলাকে সংরক্ষণ করার জন্য শীর্ষস্তরের পরিবেশ বিশেষজ্ঞরা বহুবার সতর্ক করেছেন ৷ তার পরও চলতি সপ্তাহে সেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে ৷ সেই ঘটনায় এখনও পর্যন্ত 292 জনের প্রাণহানি হয়েছে বলে খবর ৷

ওয়েনাড় কেরলের একমাত্র মালভূমি এবং এটি দাক্ষিণাত্য মালভূমির দক্ষিণ অংশ, যা মহীশূর মালভূমি থেকে তৈরি হয়েছে ৷ এটি পশ্চিম ঘাটে 700 থেকে 2100 মিটার পর্যন্ত উচ্চতায় অবস্থিত ।

ওয়েনাড় পরিবেশগতভাবে একটি সংবেদনশীল এলাকা হিসাবে ব্যাপকভাবে স্বীকৃত । এর সমৃদ্ধ জীববৈচিত্র্য, অনন্য বাস্তুতন্ত্র, জটিল জলসম্পদ এবং মানুষের ক্রিয়াকলাপ ও পরিবেশগত পরিবর্তনের ফলে যে চ্যালেঞ্জগুলি তৈরি হয়, তা থেকেই এই পার্থক্য় তৈরি হয়েছে ৷ অঞ্চলটি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির একটি অসাধারণ বৈচিত্র্যের আবাসস্থল । এর বনভূমিতে অসংখ্য স্থানীয় ও বিপন্ন প্রজাতির প্রাণী রয়েছে । এই অঞ্চলের গাছপালা গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট থেকে শুরু করে পর্ণমোচী বন পর্যন্ত বিস্তৃত৷ প্রত্যেকটি অনন্য জীবন গঠনের উদাহরণ রয়েছে এখানে ৷

পশ্চিমঘাটের যেখানে ওয়েনাড় অবস্থিত, বিশ্বের জীববৈচিত্র্যের হটস্পটগুলির মধ্যে একটি । ওয়েনাড় এই মর্যাদায় উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে, সেখানকার উচ্চস্তরের স্থানীয় প্রজাতিগুলির জন্য । অনেক প্রজাতির গাছপালা, স্তন্যপায়ী প্রাণী, পাখি, উভচর ও কীটপতঙ্গ ওয়েনাডে পাওয়া যায় না ।

তবে দ্রুত নগরায়ণ, কৃষি ও বৃক্ষরোপণ কার্যক্রম ওয়েনাড়ে বাসস্থানকে উল্লেখযোগ্যভাবে ভাগ করেছে ৷ এই বিভাজনের কারণে অনেক প্রজাতি সংকটে পড়েছে ৷ বিশেষ করে যে প্রজাতিগুলির থাকার জন্য বেশি জায়গা দরকার, সেই প্রজাতিগুলির সমস্যা বেশি হয়েছে ৷ গাছ কাটা, কৃষির জন্য বনভূমি রূপান্তর এবং মানুষের দ্বারা অন্যান্য কর্মকাণ্ড জঙ্গলকে শেষ করে দিয়েছে ৷ বনভূমির এই ক্ষতির ফলে জীববৈচিত্র্য কমেছে, মাটির ক্ষয় হয়েছে ও হাইড্রোলজিক্যাল সাইকেল পরিবর্তিত হয়েছে ।

সেই কারণেই ওয়েনাড়-সহ পশ্চিম ঘাটের পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলগুলির সুরক্ষা নিশ্চিত করার কাজ শুরু করে কেন্দ্র । ওয়েস্টার্ন ঘাটস ইকোলজি এক্সপার্ট প্যানেল তৈরি হয় ৷ এর চেয়ারম্যান মাধব গাডগিল ৷ পরে এটা গাডগিল কমিশন নামেও পরিচিত হয় ৷ এই কমিশন ভারতের পরিবেশ ও বন মন্ত্রক তৈরি করেছিল ৷ কমিশনের প্রাথমিক উদ্দেশ্য ছিল পশ্চিমঘাটের বাস্তুসংস্থানের মূল্যায়ন করা এবং এই এলাকার পরিবেশ রক্ষা নিয়ে প্রস্তাব তৈরি করা । এর মধ্যে রয়েছে বাস্তুসংস্থানের মূল্যায়ন, অঞ্চলের জোনেশন, নীতিগত সুপারিশ এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন ।

প্যানেল পুরো পশ্চিমঘাটকে একটি পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় শ্রেণীবদ্ধ করার প্রস্তাব করে । প্রতিবেদনে পশ্চিমঘাট সীমানার মধ্যে 142টি তালুককে তিনটি পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলে বিভিন্ন মাত্রার সুরক্ষা দেওয়ার কথা বলা হয় ৷ আর সেই অনুযায়ী ভাগ করা হয় ৷ সেই শ্রেণিগুলি হল - ইএসজেড-1, ইএসজেড-2 ও ইএসজেড-3 ৷ ইএসজেড-1 এ উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর কঠোর নজরদারি-সহ সর্বোচ্চ সুরক্ষাস্তরের সুপারিশ করা হয়েছিল । ইএসজেড-2 এর জন্য নিয়ন্ত্রিত উন্নয়ন-সহ মাঝারি সুরক্ষার সুপারিশ করা হয়েছিল । ইএসজেড-3 এর জন্য অনুমোদিত দীর্ঘমেয়াদী উন্নয়নের সঙ্গে কম সুরক্ষার সুপারিশ করা হয়েছিল ।

ইএসজেড-1 ও ইএসজেড-2 এ খননকার্য এবং বড় আকারের নির্মাণের মতো কার্যকলাপ নিষিদ্ধ করা উচিত । প্রতিবেদনে এই অঞ্চলগুলিতে ক্ষতি হতে পারে এমন যে কাজগুলি হচ্ছে, পর্যায়ক্রমে বন্ধ করার সুপারিশ করা হয়েছে । ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট কমাতে জৈবচাষ, কৃষি বনায়ন ও অন্যান্য দীর্ঘমেয়াদী চাষবাসকে উৎসাহিত করার কথা বলা হয়েছিল ৷

প্যানেলের তরফে সংরক্ষণের প্রচেষ্টা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলিতে স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও বলা হয় ৷ এর মধ্যে রয়েছে তাদের বিকল্প জীবিকা প্রদান এবং দীর্ঘমেয়াদী অনুশীলনের বিষয়ে শিক্ষা ।

আরেকটি প্রধান সুপারিশ ছিল ওয়েস্টার্ন ঘাট ইকোলজি অথরিটি (ডব্লিউজিইএ) প্রতিষ্ঠা করা যাতে সংরক্ষণ ব্যবস্থা বাস্তবায়নের তদারকি করা যায় এবং নিয়ম মেনে চলা নিশ্চিত করা যায় । কমিশন 2011 সালের অগস্টে তাদের প্রতিবেদন জমা দেয় ।

তবে, গাডগিল কমিশন রিপোর্ট অত্যধিক পরিবেশ-বান্ধব ও বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে সমালোচনা করা হয়েছিল । সমালোচনা রাজ্য সরকার, শিল্পমহল ও স্থানীয় সম্প্রদায়-সহ বিভিন্ন পক্ষের কাছ থেকে আসে ৷ তারা আশঙ্কা করেছিল যে কঠোর নিয়ম লাগু হলে ওই এলাকায় অর্থনৈতিক বৃদ্ধি ও উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে ৷ ডব্লিউজিইএ নামে একটি নতুন সংস্থা গঠনের সুপারিশও অনেক সমালোচনার মধ্যে পড়ে ।

কেরালাতেও কিছু নির্দিষ্ট অংশের লোকেরা ওই রিপোর্ট বাস্তবায়নের তীব্র প্রতিবাদ করেছিলেন ৷ কারণ, বেশিরভাগ কৃষকই ওয়েনাড়ের পাহাড়ি অঞ্চল থেকে তাঁদের জীবিকা অর্জন করেন । বিংশ শতাব্দীতে দক্ষিণ কেরালা থেকে প্রচুর সংখ্যক লোক স্থানান্তরিত হয়ে ওয়েনাড় ও অন্যান্য অঞ্চলে বনভূমিতে থাকতে শুরু করেছিলেন ৷

বিতর্ক ও বিরোধিতার কারণে ভারত সরকার গাডগিল কমিশনের সুপারিশ পর্যালোচনা করার জন্য বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী কে কস্তুরিরঙ্গনের নেতৃত্বে আরেকটি প্যানেল তৈরি করে ৷ যার নাম ছিল কস্তুরিরঙ্গন কমিশন ৷

কস্তুরিরঙ্গন কমিশন ডব্লিউজিইইপি-এর গাডগিল রিপোর্টে প্রস্তাবিত পরিবেশগত নিয়ন্ত্রণ ব্যবস্থাকে খারিজ করে দেয় ৷ বদলে ওই কমিশন উন্নয়ন ও পরিবেশের সুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে । কস্তুরিরঙ্গন কমিশনের রিপোর্টে পশ্চিমঘাটের মাত্র 37 শতাংশকে ইএসএ জোনের অধীনে আনার কথা বলা হয় ৷ গাডগিলের রিপোর্টে প্রস্তাবিত 64 শতাংশ এলাকাকে ইএসএ জোনে আনার কথা বলা হয়েছিল ৷

এক্ষেত্রে ইএসএ জোনে খননকার্য ও বালি উত্তোলনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার সুপারিশ করা হয় ৷ পাঁচ বছরের মধ্যে বা খনির ইজারার মেয়াদ শেষ হওয়ার সময় বর্তমান খনির এলাকাগুলি পর্যায়ক্রমে বন্ধ করার কথা বলা হয় ৷ সুপারিশ করা হয় যে কোনও তাপবিদ্যুৎ প্রকল্পের অনুমতি দেওয়া হবে না ও পুঙ্খানুপুঙ্খ বিচারের পরেই জলবিদ্যুৎ প্রকল্পের অনুমতি দেওয়া হবে । লাল শিল্প বা অত্যন্ত দূষণকারী শিল্পের উপর কঠোর নিষেধাজ্ঞার কথাও বলে হয়েছিল ৷

একই সময়ে কস্তুরিরঙ্গন রিপোর্টে ইএসএ-এর আওতা থেকে বসতি অঞ্চল ও বৃক্ষরোপণ বাদ দেওয়া-সহ বেশ কিছু কৃষকদের জন্য সুবিধাজনক সুপারিশ করা হয় ।

তবে কস্তুরিরঙ্গনের রিপোর্টটিও সমালোচনার মুখে পড়ে ৷ কারণ, এটি পশ্চিমঘাট অঞ্চলে জমির জোনাল সীমানা নির্ধারণের জন্য রিমোট সেন্সিং এবং খারাপ জরিপ পদ্ধতি ব্যবহার করেছিল । সমালোচকদের মতে, বাস্তবতা যাচাই না করেই এই ধরনের কৌশল ব্যবহারের ফলে প্রতিবেদনে অনেক ভুল থেকে গিয়েছিল ৷

এখনও পর্যন্ত পরবর্তী সরকারগুলি এই উভয় কমিশনের সুপারিশ বাস্তবায়ন করেনি৷ যার কারণে ওয়েনাড় ট্র্যাজেডি একটি বিশাল রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে ।

রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ও জিওহ্যাফজার্ডস বিভাগের প্রধান বিজ্ঞানী এবং অধ্যাপক ডিপি কানুনগোর মতে, কেরালা-সহ পশ্চিম ঘাটগুলিতে উচ্চ-গ্রেডের রূপান্তরিত শিলা রয়েছে, যা আবহাওয়ার জন্য খুব সংবেদনশীল ।

ইটিভি ভারতকে তিনি বলেন, "এই আবহাওয়ার কারণে, পাহাড়ের ঢালে তাদের একটি পুরু আস্তরণের উপাদান রয়েছে । এর মধ্যে পাথরের সঙ্গে লেটারিটিক মাটি রয়েছে ।" 2018 সালে কেরালায় বন্যার পর কেন্দ্রের যে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিল, সেই দলের নেতৃত্বে ছিলেন ডিপি কানুনগো ৷

তাঁর ব্যাখ্যা, ল্যাটেরিটিক মাটিতে প্রচুর কাদামাটি থাকে । ভূমিধস সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ ডিপি কানুনগো বলেন, "যখন প্রচুর বৃষ্টিপাত হয়, তখন ল্যাটেরিটিক মাটিতে জল মুক্ত নিষ্কাশনের পরিবর্তে ধরে রাখার প্রবণতা দেখায় ৷ মাটি যখন জল ধরে রাখে, তখন জলের প্রচুর চাপ তৈরি হয় । তখন এটা তার প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে ।"

তাঁর আরও ব্যাখ্যা করে জানান যে তখনই কাদা প্রবাহ বা ধ্বংসাবশেষ প্রবাহ শুরু হয় । এটি নদীর তলদেশের-সহ যেকোনও কিছু ভাসিয়ে নিয়ে চলে যায় ৷

বীর চন্দ্র সিং গাড়োয়ালি উত্তরাখণ্ড ইউনিভার্সিটি অফ হর্টিকালচার অ্যান্ড ফরেস্ট্রি-এর কলেজ অফ ফরেস্ট্রির বেসিক অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের প্রধান একজন নেতৃস্থানীয় ভূতাত্ত্বিক এসপি সাটি ৷ তিনিও একই কথা বলেছেন ৷ তাঁর ব্যাখ্যা, ওয়েনাড়ে পুরো ভূখণ্ডটি একটি বিশেষ ধরনের শিলা দ্বারা গঠিত৷ যা খুব পুরনো ।

তিনি বলেন, "কিন্তু আমি ছবিতে যা দেখেছি, তা থেকে, যে জায়গায় ভূমিধস হয়েছে, সেটা অবশ্যই বেসাল্টিক আগ্নেয় শিলা হতে হবে, যা ল্যাটেরাইট মাটির আবরণের আকারে ঘন আবহাওয়ায় পরিপূর্ণ ৷ মুষলধারে বৃষ্টিতে এই পুরো আবরণটি ভেসে গিয়েছে ।"

তিনি ব্যাখ্যা করেন যে জলের সঙ্গে পুরো মাটির মিশ্রণটি জলের ঘনত্ব ও জলের আয়তনকে বাড়িয়ে তোলে ৷ যার ফলে একটি বিশাল ফ্ল্যাশফ্লাড তৈরি হয় ৷

2018 সালের বন্যার পরিপ্রেক্ষিতে কেরালা সফরের পরে কানুনগো রাজ্যের ইদুক্কি জেলার ভূখণ্ড নিয়ে পর্যবেক্ষণ সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিয়েছিলেন । বিশেষজ্ঞদের একটি দলের সঙ্গে তিনি আবার কেরালায় যেতে পারেন৷ অবশ্য়ই তিনি ওয়েনাড়ে যাবেন ৷

কানুনগো বলেন, "আমাদের এখন দুর্যোগ-পরবর্তী ব্যবস্থাপনার পরিবর্তে প্রস্তুতি ও প্রতিরোধে বেশি মনোযোগ দেওয়া উচিত ।"

Last Updated : Aug 1, 2024, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details