পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাই প্রোফাইল গ্রেফতারি-প্রাকৃতিক বিপর্যয়, অবাক করা ভোটের ফল; আর কী কী দেখাল 2024? - YEARENDER 2024

বছর আসে বছর যায় ৷ ঘটে যায় নানা ঘটনা ৷ কিছু ঘটনা মনে থেকে যায় ৷ রাজনীতি থেকে অর্থনীতি- এবারও ঘটনার ঘনঘটা দেখল দেশ ৷

Etv Bharat
দেশজুড়ে ঘটনার ঘনঘটা (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2024, 5:02 PM IST

Updated : Dec 31, 2024, 4:59 PM IST

হায়দরাবাদ, 27 ডিসেম্বর: ঘটনাবহুল একটি বছর শেষ হচ্ছে। রাজনীতি থেকে অর্থনীতি, খেলা থেকে বিনোদন-সব মিলিয়ে বেশ জমজমাট ছিল 2024। লোকসভা নির্বাচনের পর খানিক বদলেছে দেশের রাজনৈতিক মানচিত্র। আবার কেরলের ভয়াবহ ধস কাঁদিয়েছে গোটা দেশকে। বৈজ্ঞানিক উদ্ভাবনে নতুন উচ্চতায় পৌঁছেছে ইসরো। পাশাপাশি দেশের বাণিজ্য ক্ষেত্র এসেছে বিরাট পরিবর্তন। শুরু থেকে শেষ, এই বছরের বিভিন্ন স্মরণীয় ঘটনা তুলে ধরল ইটিভি ভারত।

1 জানুয়ারি- বছরের প্রথম দিনই সাফল্য পেল ইসরো। মহাকাশে এক্সরের সূত্র খুঁজতে পাঠানো হল বিশেষ XPoSat উপগ্রহ।

ভালো আর মন্দে কেটে গেল আরও একটি বছর (ইটিভি ভারত)

6 জানুয়ারি- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলেন মলদ্বীপের তিন মন্ত্রী। আর তার জেরে ভারতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হল। মালদ্বীপ বয়কটের দাবি উঠল ভারতীয় পর্যটকদের মধ্যে। পরে অবশ্য দুদেশের সম্পর্ক ভালো হয়। ওই তিন মন্ত্রী পদত্যাগ করেন। পাশাপাশি ভারতে আসেন মলদ্বীপের প্রধানমন্ত্রী মহম্মদ মইজ্জু।

12 জানুয়ারি - মুম্বই এবং নবি মুম্বইয়ের মধ্যে সংযোগকারী দেশের বৃহত্তম সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

14 জানুয়ারি- মণিপুর থেকে ভারতজোড়ো ন্যায় যাত্রা শুরু করলেন রাহুল গান্ধি।

রামমন্দিরের উদ্বোধন দেখল দেশ (ইটিভি ভারত)

22 জানুয়ারি - অযোধ্যায়রাম মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি। গোটা দেশ মেতে উঠল রামলালার আগমনে।

28 জানুয়ারি - বিহারে রাজনীতিতে নয়া সঙ্কট। ইন্ডিয়া শিবির ছাড়লেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কংগ্রেস,আরজেডির হাত ছেড়ে পদত্যাগ করে বিজেপিকে সঙ্গে নিয়ে আবার মসনদে ফিরলেন জনতা দল ইউনাইটেডের নেতা ।

31 জানুয়ারি - জমি দুর্নীতির মামলায় অভিযুক্ত হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। টাকা নয় ছয়ের অভিযোগ তাঁকে গ্রেফতার করল ইডি। গ্রেফতার হওয়ার আগে অবশ্য মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন হেমন্ত।

5 ফেব্রুয়ারি- লোকসভার নির্বাচনের ফল নিয়ে বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, নির্বাচনে বিজেপি একাই 370টি আসনে জিতবে। এনডিএ-র আসন সংখ্যা চারশোরও বেশি হবে। নতুন স্লোগান উঠল- আবকি পার চারশো পার।

7 ফেব্রুয়ারি- দেশের প্রথম বিধানসভা হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি পেল পাশ করল উত্তরাখণ্ড বিধানসভা।

উত্তরাখণ্ডের হলদোয়ানিতে অবৈধ মাদ্রাসা ভেঙে ফেলা ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হল। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণও হারালেন চারজন। আহতের সংখ্যা একশোরও বেশি।

15 ফেব্রুয়ারি- ইলেক্টোরাল বন্ডকে অসংবিধানিক বলল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। আদালতের মনে হয়েছিল এই ধরনের বন্ড শুধুমাত্র অসাংবিধানিক নয় অযৌক্তিকও বটে। পাশাপাশি তথ্যের অধিকার আইনেরও পরিপন্থী।

1 মার্চ – বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ। ঘটনায় কমপক্ষে আট জন আহত হন। প্রথমদিকে সাধারণ বিস্ফোরণের ঘটনা বলে মনে হলেও পরবর্তী সময়ে নাশকতার যোগ খুঁজে পাওয়া যায়। তদন্তভার যায় এনআইএ-র হাতে।

11 মার্চ - নাগরিকত্ব সংশোধনী আইন লাগুর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ।

ভারতীয় সংসদ ভবন (ইটিভি ভারত)

16 মার্চ - লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার

21 মার্চ - আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী আরাবিন্দ কেজরিওয়াল। বেশ কয়েকবার ইডির হাজিরা এড়িয়ে যান কেজরি। শেষমেশ চূড়ান্ত নাটকীয় পরিস্থিতির মধ্যে গ্রেফতার হলেন আপ-প্রধান।

26 মার্চ - লাদাখকে রাজ্যের মর্যাদা দিতে হবে। এই দাবিকে সামনে রেখে 21 দিনের অনশন শেষ করলেন সোনাম ওয়াংচুক।

19 এপ্রিল থেকে 1 জুন - সাত দফায় লোকসভা নির্বাচন হল দেশে। মোট 64 কোটি 20 লক্ষ ভোটার অংশ নেন নির্বাচনে

1 মে – রাজধানীতে ভুয়ো বোমাতঙ্ক। দিল্লির কমবেশি 150টি স্কুলে বোমা আছে বলে খবর মেলে। স্কুল খালি করে তদন্ত পুলিশের। তবে কোথাও কিছুই মেলেনি।

9 মে– 85টি বিমান বাতিলের সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার। বিভিন্ন কাজের জন্য পর্যাপ্ত কর্মী না থাকায় এমন সিদ্ধান্ত। ততদিনে এয়ার ইন্ডিয়ার মালিকানা ফিরে গিয়েছে টাটাদের কাছে। কর্মীদের জন্য তারা কয়েকটি শর্ত আরোপ করে। সেই শর্ত মানতে রাজি হননি কর্মীরা। আর তার জেরেই বিমান বাতিলের পরিস্থিতি তৈরি হয়েছিল ।

10 মে– লোকসভা নির্বাচনে প্রচার করতে কেজরিকে অন্তর্বতী জামিন দিলে সুপ্রিম কোর্ট। প্রচার পর্ব মিটলে আবার জেলে ফিরে যেতে হবে - এই ছিল জামিনের শর্ত।

19 মে – সামনে এল পুনের পোর্সেদুর্ঘটনা। প্রাণ গেল দুই তথ্যপ্রযুক্তি কর্মাীর। ঘটনার সূত্রপাত পুনের কাছে কল্যাণগড়ে। বিনীত আগরওয়াল নামে বছর সতেরোর এক কিশোর বিলাসবহুল পোর্সে গাড়িটি চালাচ্ছিল বলে অভিযোগ ওঠে। মামলাটি এখনও বিচারাধীন।

21 মে – মহিলা কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে কুস্তি সংগঠনের প্রাক্তন সভাপতি তথা দাপুটে বিজেপি নেতা ব্রীজভূষণ শরণ সিংয়ের নামে দিল্লির আদালতে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের।

22 মে- আবার ফিরল বোমাতঙ্ক। তাও আবার সরাসরি ক্ষমতার অলিন্দে ! নর্থ ব্লকে বোমা রাখা আছে বলে খবর আসে। এখানেই স্বরাষ্ট্রমন্ত্রকের অফিস। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও কোনও কিছুই পাওয়া যায়নি ।

23 মে-মহারাষ্ট্রের থানেতে বয়লার বিস্ফোরণের জেরে কমপক্ষে 9 জনের প্রাণ যায়।

25 মে- রাজকোটের একটি ভিডিয়ো গেম পার্লারে ভয়াবহ আগুন। কমপক্ষে 33 জনের প্রাণ যায়। পড়ে প্রশাসনের তরফে জানানো হয় মৃতদের মধ্যে 9 শিশুও ছিল।

26 মে– ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ে পশ্চিমবঙ্গে । তাতে প্রাণ যায় বেশ কয়েকজনের। ক্ষয়ক্ষতির পরিমাণও বিরাট।

29 মে– দেশজুড়ে তখন তীব্র গরম। দিল্লির মুঙ্গেশপুরের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয় 52.3 ডিগ্রি সেলসিয়াস।

31 মে– যৌন নিগ্রহের ঘটনায় প্রজ্জ্বল রেভান্নাকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির শরিক দল জনতা দল সেকুলারের এই নেতার বিরুদ্ধে বহু মহিলা অভিযোগ দায়ের করেন।

প্রধানমন্ত্রী-সহ বিজেপি নেতারা (ইটিভি ভারত)

4 জুন– লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হল।

4 জুন– প্রকাশিত হল নিট পরীক্ষার ফলাফল । রেজাল্ট হাতে পেতেই পরীক্ষার্থীদের একটা বড় অংশ দাবি করেন, পরীক্ষায় বিস্তর গোলমাল হয়েছে। আরও পরে প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসে। চাপে পড়ে সিবিআইকে তদন্তভার দেয় কেন্দ্রীয় সরকার।

বিহার থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকজনকে প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার করা হয়। অন্যদিকে, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে পরীক্ষা বাতিলের দাবি করেন অনেকে। সেই দাবি খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। নিজেদের পর্যবেক্ষণে বিচারপতিরা জানান, এমন কোনও ঘটনা ঘটেনি যার জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটাই বাতিল করে দিতে হবে।

6 জুন– উত্তরাখণ্ডে প্রবল তুষারঝড়। আর তার জেরে কর্ণাটকের 9 পর্বতারোহী প্রাণ যায়।

9 জুন– তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি।

14 জুন– উত্তর-পূর্ব ভারতে বন্যা। সিকিমে প্রাণ গেল কমপক্ষে 6 জনের।

17 জুন– দুর্ঘটনায় কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। জলপাইগুড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন 9 জন।

20 জুন– তামিলনাড়ুতে বিষ মদ খেয়ে 47 জনের মৃত্যু ।

22 জুন– নিট পরীক্ষার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রধান সুবোধ কুমারকে তাঁর পদ থেকে সলিদ হওয়া হল।

27 জুন– 18তম লোকসভার উদ্বোধন করেলন রাষ্ট্রপতি।

29 জুন- লাদাখে ভারতীয় সেনার ট্যাঙ্ক ডুবে গেল শোক নদী অতিক্রম করার সময়। পাঁচ জওয়ানের মৃত্যু।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত।

1 জুলাই– ব্রিটিশদের সময় লাগু হওয়া আইপিসি বা ভারতীয় দণ্ডবিধি উঠে গিয়ে চালু হল ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস।

2 জুলাই– অসমে ভয়াবহ বন্যা। প্রাণ গেল 16 জনের। প্রায় 3 লাখেরও বেশি মানুষ পড়লেন বন্যার কবলে।

12 জুলাই– মুকেশ আম্বানির দ্বিতীয় ছেলে অনন্ত আম্বানির বিয়ে ঘিরে বসল চাঁদের হাট।

15 জুলাই– কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে চার জওয়ান-সহ সেনা অধিকারীদের মৃত্যু।

26 জুলাই- আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বেরলে আন্তর্জাতিক সীমান্ত থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহারের বিষয়ে সহমত ভারত ও চিন।

ওয়েনাড়ের ঘটনা (ইটিভি ভারত)

29 জুলাই- গোটা দেশের ঘুম ভাঙল মর্মান্তিক খবরে । গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতের জেরে ধস নামল কেরলের ওয়েনাড়ে। সরকারি হিসাব অনুযায়ী কমপক্ষে ৪০০রও বেশি মানুষের প্রাণ গিয়েছিল এই ঘটনায়। নিখোঁজ হয়ে গিয়েছেন বহু মানুষ। এই কেন্দ্র থেকেই জিতে লোকসভা সদস্য হয়েছিলেন রাহুল গান্ধি। একাধিকবার কেন্দ্রীয় সরকারকে এই ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন রাহুল এবং প্রিয়াঙ্কা।পাশাপাশি রাজ্য সরকারের তরফেও জমা পড়েছে সাহায্যের আবেদন। ঘটনার কয়েকদিন পর প্রধানমন্ত্রী আকাশপথে পরিস্থিতি খতিয়েও দেখেন। সাহায্যের আশ্বাস দেন।

1 অগস্ট – দিল্লি থেকে শুরু করে উত্তর ভারতে প্রবল বৃষ্টিপাতে এগারো জনের মৃত্যু। নিখোঁজ হয়ে যান প্রায় 250 জন।

9 অগস্ট – আরজি কর হাসপাতালে চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা স্তম্ভিত করল গোটা দেশকে।

12 অগস্ট– ঝাড়খণ্ডের জেহানাবাদে বাবা সিদ্ধিনাথ মন্দিরে ফুল বিক্রেতাদের সঙ্গে ভক্তদের সংঘর্ষে প্রাণ যায় সাতজনের।

21 অগস্ট– অন্ধ্রপ্রদেশের অঙ্কপল্লিতে কারখানায় বিস্ফোরণে 18 জনের মৃত্যু।

23 অগস্ট– ত্রিপুরায় বন্যায় প্রাণ গেল 19 জনের।

ইউক্রেনের রাজধানী কিভে গিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রনের যুদ্ধ শেষ করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি। প্রয়োজনে দুটি দেশের মধ্যে শান্তি-প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা নিতেও তিনি রাজি বলে জানান প্রধানমন্ত্রী।

29 অগস্ট– গুজরাতে বন্যায় প্রাণ হারালেন 28 জন।

4 সেপ্টেম্বর– ত্রিপুরা একর্ড সই হল। ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এবং অল ইন্ডিয়া ত্রিপুরা টাইগার ফোর্সের সঙ্গে গত সাড়ে তিন দশক ধরে চলতে থাকা সংঘর্ষ বন্ধ করতে চুক্তি করে রাজ্য।

7 সেপ্টেম্বর– মণিপুরেআবারও দুই সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। জিবিরাম জেলায় প্রাণ গেল পাঁচজনের।

লখনউ শহরে বাড়ি ভেঙে মৃত্যু হল আটজনের।

10 সেপ্টেম্বর– সংঘর্ষ রুখতে মণিপুরে পাঁচদিনের জন্য কারফিউ জারির সিদ্ধান্ত হল।

12 সেপ্টেম্বর– বিদেশ মন্ত্রক জানাল রাশিয়ার সেনা বাহিনীতে যোগ দেওয়া 45 ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। আরও 50 ভারতীয়কে ফিরিয়ে আনা হবে।

15 সেপ্টেম্বর– দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। দু’দিন বাদে 17 তারিখ আপ নেত্রী অতিশী মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন।

19 সেপ্টেম্বর- বিশ্ববিখ্যাত তিরুপতি মন্দিরেরলাড্ডু তৈরি করতে ব্যবহৃত ঘিয়ের মধ্যে পশুর চর্বি মিলেছে দাবি করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর দাবি, আগের জগমোহন রেড্ডির সরকারের আমলে এমন ঘটনা ঘটেছিল। তদন্তে গঠিত হয় সিট। পাশাপাশি কেন্দ্রীয় সরকারও ঘিয়ের নমুনা সংগ্রহ করে ।

24 সেপ্টেম্বর– ভারতের প্রথম এমপক্স আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গেল। আরব থেকে সম্প্রতি দেশে ফেরা 38 বছরের এক যুবকের শরীরে হানা দেয় এমপক্স।

26 সেপ্টেম্বর– বিহারে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে জল ডুবে প্রায় পঞ্চাশজনের মৃত্যু।

মুম্বই শহের 275 মিলিমটারের কাছাকাছি বৃষ্টি হল। আর তাতে প্রাণ গেল চারজনের।

5 অক্টোবর– ছত্তিশগড়ে 36 মাওবাদীকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী ।

রতন টাটা (ইটিভি ভারত)

9 অক্টোবর- প্রয়াত হলেন রতন টাটা । দেশের জনপ্রিয় এই শিল্পপতির বয়স হয়েছিল 86 বছর ।

12 অক্টোবর– মুম্বইয়ে দুষ্কৃৃতীদের গুলিতে প্রাণ গেল বাবা সিদ্দিকির। মহারাষ্ট্রের এই প্রাক্তন মন্ত্রীর খুনের ঘটনায় পরবর্তী সময়ে একটি কুখ্যাত গ্যাংয়ের নাম জড়িয়েছে।

14 অক্টোবর –ভারত এবং কানাডারদ্বীপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকল। কানাডার নাগরিক তথা খালিস্থানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে সে দেশের ভারতীয় হাইকমিশনার-সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কূটনৈতিক জড়িয়ে রয়েছেন বলে দাবি করে জাস্টিন ট্রুডোর প্রশাসন।শুধু দাবিই নয়, ভারতীয় হাইকমিশনের পাঁচ আধিকারিককে জেরাও করতেে চায় তারা। এমতাবস্থায় কানাডায় কর্মরত ভারতের হাইকমিশনার সঞ্জয় ভর্মা সহ-বাকিদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় ভারত। পাশাপাশি কানাডায় থাকা ভারতীয় আধিকারিকদেরও দেশ ছেড়ে চলে যেতে বলা হয়।

21 অক্টোবর– আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারত ও চিন সেনা প্রত্যাহারের ব্যাপারে সম্মত হল।

28 অক্টোবর– পথ চলা শুরু করল দেশের প্রথম বেসরকারি যুদ্ধবিমান তৈরির সংস্থা।

3 নভেম্বর– শ্রীনগরে গ্রেনেড হামলায় আহত হলেন 9 জন।

4 নভেম্বর– উত্তরাখণ্ডের মারচুলায় খাদে পড়ল বাস। আর তার জেরে প্রাণ গেল 36 জনের। আহত হলেন 27 জন।

6 নভেম্বর– বিশেষ প্রস্তাব পাশ করল জম্মু ও কাশ্মীর বিধানসভা। এই বিশেষ প্রস্তাবে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা বলা হল।

11 নভেম্বর– ভিস্তারার উড়ান বন্ধ। এয়ার ইন্ডিয়ার সঙ্গে এই সংস্থাকে মিশিয়ে দেওয়া হয়। তারপরই বন্ধ হল উড়ান।

মণিপুর জিবিরাম জেলার সংঘর্ষে আধা সামরিক বাহিনীর গুলিতে প্রাণ গেল একটি সম্প্রদায়ের দশজনের ।

13 নভেম্বর– বিচারের আগে বুলডোজার দিয়ে অভিযুক্ত বাড়ি বা কোনও সম্পত্তি ভেঙে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, এভাবে কারও বাড়ি ভাঙা যাবে না।

15 নভেম্বর– উত্তরপ্রদেশের ঝাঁসির একটি হাসপাতালে ভয়াবহ আগুন লাগে। তার জেরে পুড়়ে মত্যু হয় দশজনের।

16 নভেম্বর– আব্দুল কালাম দ্বীপ থেকে দ্রুত গতি সম্পন্ন মিসাইলের উৎক্ষেপণ করল ভারত।

23 নভেম্বর- ওয়েনাড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতলেন প্রিয়াঙ্কা গান্ধি ।

সংসদে প্রিয়াঙ্কা গান্ধি (ইটিভি ভারত)

24 নভেম্বর–উত্তরপ্রদেশের সম্ভলেএকটি মসজিদে আদালতের নির্দেশে ও নজরদারিতে সমীক্ষা হচ্ছিল। সে সময়ে সংঘর্ষের ঘটনায় চারজনের প্রাণ যায়।

2 ডিসেম্বর- ত্রিপুরায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের চত্বরে হামলার অভিযোগ।

3 ডিসেম্বর - হামলার জেরে আগরতলরা উপ-দূতাবাস বন্ধ হয়ে গেল। তিন পুলিশ কর্মীকে সাসপেন্ডও করা হয়।

10 ডিসেম্বর- রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়েরঅপসারণের দাবিতে সংসদের উচ্চকক্ষে আস্থা ভোটের নোটিশ দিল বিরোধী দলগুলি ৷ ভারতের সংসদীয় রাজনীতির 72 বছরের ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। পরে অবশ্য সেই নোটিশ খারিজ হয়ে যায়। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান জানান, নিয়ম অনুযায়ী এই ধরনের বিষয় চর্চা করতে চাইলে হাতে 14 দিন সময় রাখতে হয়। সেই সুযোগ নেই।

12 ডিসেম্বর- ‘এক দেশ এক নির্বাচন’ব্যবস্থাকে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর আগে এই বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি তৈরি হয়েছিল। দায়িত্বে ছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তুমুল বিতর্ক শুরু হয়ে যায়।

17 ডিসেম্বর- লোকসভায় পেশ হল এক দেশ এক নির্বাচন সংক্রান্ত দুটি বিল। পরে এই দুটি বিলকেই পাঠানো হয় সংসদের যৌথ কমিটিতে। তাছাড়া লোকসভায় এই বিল দুটি পেশ হবে কি না তা ঠিক করতে ভোটাভুটিও হয়। শেষমেশ 269 জন সাংসদের সমর্থন পাওয়ায় লোকসভায় বিল দুটি পেশ করেন আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল।

নরেন্দ্র মোদি ও মনমোহন সিং (ইটিভি ভারত)

26 ডিসেম্বর- প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারতের অর্থনীতিকে নতুন দিনের নতুন আশা দেখিয়েছিলেন ভারতীয় রাজনীতির আদি-অকৃত্রিম ডাক্তার সাব। দীর্ঘদিনের অসুস্থতার পর 92 বছর বয়সে তাঁর প্রয়াণ হল দিল্লির এইমস হাসপাতালে।

Last Updated : Dec 31, 2024, 4:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details