পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'দেওয়ালে লেখা রয়েছে প্রধানমন্ত্রীকে তাঁর পদ ছেড়ে চলে যেতে হবে', দাবি রমেশের - Jairam Ramesh on LS POll - JAIRAM RAMESH ON LS POLL

Jairam Ramesh: একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে চলেছেন 'আবকি বার 400 পার'৷ অন্যদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ জয়রম রমেশ কটাক্ষ করে নরেন্দ্র মোদিকে 'আউটগোয়িং প্রধানমন্ত্রী' বলে অভিহিত করলেন ৷ তিনি আত্মবিশ্বাসী 2024 সালে দিল্লির কুর্সিতে পরিবর্তন আসবেই ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে তিনি অনেক কথা বললেন ৷

AICC General Secretary Jairam Ramesh
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 2:07 PM IST

Updated : May 15, 2024, 2:14 PM IST

ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (ইটিভি ভারত)

ভুবনেশ্বর, 15 মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'আউটগোয়িং প্রধানমন্ত্রী' বলে কটাক্ষ করেছে কংগ্রেস ৷ দেশে 7 দফার মধ্যে 4 দফা লোকসভা নির্বাচন শেষে দেশের প্রাচীনতম দলটির স্লোগান, 'দক্ষিণে মোদি সাফ ৷ উত্তর, পূর্ব ও পশ্চিমে মোদি হাফ ৷' গত 13 মে লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশে ও ওড়িশায় (প্রথম দফা) বিধানসভা নির্বাচন ছিল ৷ ভুবনেশ্বরে ইটিভি ভারতের প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ কংগ্রেসের ফিরে আসার কথা জানালেন ৷

ইটিভি ভারত: আপনি সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদিকে 'আউটগোয়িং পিএম' বলে উল্লেখ করেছেন ৷ কীসের ভিত্তিতে আপনি এতটা আত্মবিশ্বাসী ?

জয়রাম রমেশ: 19 এপ্রিল প্রথম দফার ভোট হয়েছে ৷ 27 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছে ৷ এরপর তৃতীয় ও চতুর্থ দফার ভোট মিটেছে ৷ সব মিলিয়ে 379 টি আসনে ভোট সম্পন্ন হয়েছে ৷ প্রথম দফা ভোটের পরেই আমি বলেছিলাম, দক্ষিণে বিজেপি সাফ ৷ উত্তরে বিজেপি হাফ ৷ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফার ভোটের পর আমি বলব, উত্তর, পূর্ব ও পশ্চিমে বিজেপি হাফ ৷

আমি এরকম বলছি, কারণ, 2019 সালে রাজস্থান, মহারাষ্ট্র, ছত্তিশগড়ে আমরা (কংগ্রেস) কোনও আসন পায়নি ৷ তবে এবার আমরা খুব ভালোভাবে জিতব ৷ 2003 সালে আমরা রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে হেরেছিলাম ৷ সেই ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারি বাজপেয়ি ৷ 2004 সালের মে মাসে ভোটের ফল বেরল ৷ কংগ্রেস সরকার গড়েছিল ৷ আপনি বলছেন, আমরা 3টে রাজ্যে পরাজিত হয়েছি ৷ রাজস্থানে বিজেপিকে ভোট দিয়েছে 1 কোটি 66 লক্ষ মানুষ ৷ কংগ্রেসকে ভোট দিয়েছে 1 কোটি 57 লক্ষ মানুষ ৷ কংগ্রেস ও বিজেপির মধ্যে পার্থক্য মাত্র 9 লক্ষের ৷ তাই বিধানসভা নির্বাচনকে ভিত্তি করে লোকসভা নির্বাচনের ধারণা করাটা ঠিক নয় ৷

ইটিভি ভারত: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কংগ্রেসের শেহজাদার যত বয়স, তার থেকে কম আসনে জয়ী হবে কংগ্রেস ৷

জয়রাম রমেশ: 'আউটগোয়িং প্রধানমন্ত্রী' ঘাবড়ে গিয়েছেন ৷ ওনার ভাষা বদলে গিয়েছে ৷ তিনি প্রথমে আমাদের ন্যায়পত্রকে আক্রমণ করে মঙ্গলসূত্র নিয়ে কথা বলছিলেন ৷ হিন্দু-মুসলমানের কথা বলছিলেন ৷ বলছিলেন আপনার কাছে দু'টি মোষ থাকলে একটা কংগ্রেস পার্টি নিয়ে নেবে ৷ প্রধানমন্ত্রী পরিষ্কার দেখতে পাচ্ছেন যে, দেওয়ালে লেখা রয়েছে প্রধানমন্ত্রীকে তাঁর পদ ছেড়ে চলে যেতে হবে ৷

2003 সালে এটাই বলা হয়েছিল ৷ কংগ্রেস কী করে জিতবে ? পিতামহ ভীষ্ম প্রধানমন্ত্রী হয়ে বসে আছে ৷ কংগ্রেসের সংগঠন নেই ৷ তিনটে আসন হেরেছে ৷ দেশের উত্তরে তিনটি রাজ্যে গো হারান হেরেছে কংগ্রেস ৷ কী করে আপনারা জিতবেন ? কিন্তু মানুষ লোকসভা নির্বাচনে মন তৈরি করে ফেলেছিল যে বিজেপির সরকার হঠাতে হবে ৷ এনডিএ সরকার হঠাতে হবে ৷ কংগ্রেস ও ইউপিএ সরকারকে আনতে হবে ৷ সবাই জেনে গিয়েছিল যে, বিজেপি তাদের জন্য কাজ করছে না ৷

আরও পড়ুন:

  1. 'গান্ধি-গডসের তফাৎ বোঝেন না', অভিজিতের প্রার্থীপদ বাতিলের দাবি রমেশের
  2. এবারও প্রধান বিরোধী দলের মর্যাদা পাবে না কংগ্রেস, দাবি প্রধানমন্ত্রী মোদির
  3. 'দেশের জন্য মঙ্গলসূত্র বলিদান দিয়েছেন মা', মোদিকে মনে করালেন প্রিয়াঙ্কা
Last Updated : May 15, 2024, 2:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details