হায়দরাবাদ, 28 মার্চ:বড় ঘোষণা করলেন এক্সের মালিক ইলন মাস্ক ৷ এবার থেকে বিনামূল্যে মিলবে সোশাল সাইট এক্সের প্রিমিয়াম ও প্রিমিয়াম+ পরিষেবা ৷ তবে তাঁর জন্য গ্রাহকদের মানতে হবে মাস্কের এই শর্ত ৷
কী সেই শর্ত ?
টেসলা এবং স্পেসএক্সের সিইও ইলন মাস্ক বৃহস্পতিবার ঘোষণা করেছেন, এক্স (আগে টুইটার) ব্যবহারকারী যাদের 2 হাজার 500 যাচাইকৃত ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার রয়েছে তারা বিনামূল্যে প্রিমিয়াম পরিষেবা পাবেন । তিনি আরও উল্লেখ করেছেন, যাদের 5 হাজারের বেশি যাচাইকৃত ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার রয়েছে তারা বিনামূল্যে প্রিমিয়াম+ পরিষেবা পাবেন । ইলন মাস্ক এক্স পোস্টে লেখেন, "আগামিদিনে 2500টির বেশি যাচাইকৃত ফলোয়ার্স বা সাবস্ক্রাইবারের অধিকারী সমস্ত এক্স অ্যাকাউন্টগুলিকে বিনামূল্যে প্রিমিয়াম পরিষেবা দেওয়া হবে এবং 5000টির বেশি ফলোয়ার্স বা সাবস্ক্রাইবারের অধিকারী অ্যাকাউন্টগুলি বিনামূল্যে প্রিমিয়াম+ পরিষেবা দেওয়া হবে ৷"
মাস্কের এই ঘোষণায় স্বাগত জানিয়েছেন তাঁর অনুগামীরা ৷ তবে কিছু এক্স ব্যবহারকারীরা নয়া ঘোষণার ব্যাখ্যা চেয়েছেন । একজন অনুরাগী এক্সে লিখেছেন, "এটা সত্যিই চমৎকার খবর । তবে আমি স্পষ্টভাবে বিষয়টি জানতে চাই ৷ আপনি কি যাদের অ্যাকাউন্ট যাচাই করা রয়েছে সেরকম অনুগামীদের উল্লেখ করছেন, নাকি আপনি এক্সে সাবস্ক্রিপশনের প্রসঙ্গে গ্রাহকদের নিয়ে আলোচনা করছেন? যদি এটির ক্ষেত্রে দ্বিতীয় বিকল্পটি হয়, তাহলে মনে হচ্ছে এই পরিষেবা পাওয়ার জন্য আমার কেবল আরও 4 হাজার 796 গ্রাহক বা সাবস্ক্রাইবার দরকার ৷"