কোচি, 5 অক্টোবর: ছিন্নমস্তার অভিশাপ গল্পে হাজারিবাগ পৌঁছে ফেলুদা জানতে পেরেছিল সার্কাস থেকে বাঘ পালিয়েছে। শহরের ডাকসাইটের প্রাক্তন আইনজীবীর খুনের তদন্ত করার সময় জঙ্গল থেকে বাঘ ধরা দেখার অভিজ্ঞতাও হয়েছিল রজনী সেন রোডের বাসিন্দার। এবার কেরলে শুটিং ফ্লোর থেকে পালিয়ে গেল হাতি । তাও আবার অন্য একটি হাতির কাছে মার খেয়ে শুটিং সেট ছেড়ে চলে যায় হাতি । সারারাত তল্লাশির পর অবশেষে সন্ধান মেলে।
তেলুগু ছবির মহাতারকা বিজয় দেবেরাকোণ্ডার ছবির শুটিং চলছিল কেরলের বুদ্ধানেট জঙ্গলে। একটি দৃশ্যে মোট পাঁচটি হাতিকে নিয়ে কাজ হয় । তার মধ্যে পুথুপল্লি সাধু নামে হাতিকে আঘাত করে অন্য একটি হাতি। মার খাওয়ার পর তার আর কোনও খোঁজ মিলছিল না । রাতের দিকে তল্লাশি শুরু হয়। কাছাকাছি এলাকায় খুঁজে দেখা হয়। লাভের লাভ হয়নি কিছু। পরদিন সকালে আবারও তল্লাশি শুরু হয়। দীর্ঘক্ষণ বাদে হাতির দেখা মেলে।