কলকাতা, 16 এপ্রিল: লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ কংগ্রেস নেতা রাহুল গান্ধির হেলিকপ্টারে তল্লাশি চালানো হয়। এই নিয়ে দুই বিভিন্ন রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। আয়কর দফতরের এই তল্লাশি অভিযান নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হন অনেকেই ৷ এই বিতর্কের জেরে এবার প্রতিটি হেলিপ্যাড ও হেলিকপ্টার তল্লাশি নিয়ে নতুন নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন।
মঙ্গলবার নির্বাচন কমিশন তার নির্দেশিকায় স্পষ্ট করে দেয় যে, হেলিপ্যাডে আয়কর তল্লাশি হতেই পারে । হেলিকপ্টারে যাঁরা উঠছেন বা তাঁদের সঙ্গে থাকা জিনিসপত্র তল্লাশি করা যাবে । ভোটের সময়ে টাকা-পয়সা বা সোনাদানা সঙ্গে করে কেউ নিয়ে যাচ্ছেন কিনা, তা দেখতেই এই তল্লাশি করা হবে। এই বিষয় বেহালা ফ্লাইং ক্লাবকে কমিশনের নির্দেশ, তল্লাশির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে হবে এবং হেলিপ্যাডে এর জন্য পর্যাপ্ত ব্যাবস্থা রাখতে হবে ৷
নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা এই বিষয় আগেই মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে জানানো হয়েছিল যে, একটি রাজনৈতিক দলের থেকে অভিযোগ জমা পড়েছে । কমিশনের পক্ষ থেকে জেলা নির্বাচনী অধিকারীদের কাছে এ বিষয়ে রিপোর্টও চাওয়া হয়েছিল । ওয়াকিবহাল মহলের মতে, জেলা প্রশাসনের থেকে রিপোর্ট পাওয়ার পরে আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেহালা ফ্লাইং ক্লাবের বিষয়টি উল্লেখ করে এই নির্দেশিকা জারি করা হল ।
বেহালা ফ্লাইং ক্লাবের হেলিপ্যাডে চেকিং ও ফ্রিস্কিংয়ের ব্যবস্থায় ঘাটতি ছিল বলে সোমবার ভোটের দায়িত্বে থাকা আয়কর দফতরের নোডাল অফিসার মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দিয়ে জানিয়েছিলেন। তারপরই স্টেট সিভিল অ্যাভিয়েশনের নোডাল অফিসার সমস্ত জেলাশাসককে চিঠি দিয়ে জানান, হেলিপ্যাডে চেকিং ও ফ্রিস্কিংয়ের যথাযথ ব্যবস্থা রাখতে হবে।
আরও পড়ুন:
- কপ্টারে আয়কর হানা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেকের
- অভিষেকের পর রাহুল, তামিলনাড়ুতে কংগ্রেস সাংসদের হেলিকপ্টার তল্লাশি কমিশনের