পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কালাজাদু করার অপবাদ দিয়ে মধ্যপ্রদেশে মহিলার উপর নৃশংস অত্যাচার, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ - Woman in Brutally Attacked

Woman in Brutally Attacked: কালাজাদুর অপবাদ দিয়ে মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় এক মহিলার উপর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠেছে ৷ নির্যাতিতা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ সুপারের নির্দেশে তদন্ত শুরু হয়েছে ৷ স্থানীয় আমোলা থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে ৷

etv bharat
etv bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 7:04 PM IST

শিবপুরী, 17 ফেব্রুয়ারি: কালাজাদু করার অপবাদ দিয়ে এক মহিলাকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠল মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় ৷ অভিযোগ, সেখানকার এক পরিবারের সদস্যরা ওই মহিলাকে জুতো-চপ্পল দিয়ে মারধর করে ৷ তাঁকে নগ্ন করে গ্রামে হাঁটানো হয় ৷ তাঁর মুখে মানুষের বর্জ্য দিয়ে দেওয়া হয় ৷

পরে ওই মহিলা তাঁর স্বামীকে নিয়ে শিবপুরীর পুলিশ সুপারের অফিসে যান ৷ সেখানে তিনি এই অভিযোগ জানান ৷ শিবপুরীর পুলিশ সুপার রঘুবংশ সিং ভাদোরিয়া জানান, ওই মহিলা অভিযোগ করেছেন যে গত 16 ফেব্রুয়ারি সকাল 10টা নাগাদ যখন তিনি বাড়ি ফিরছিলেন, তখন প্রতিবেশী এক পরিবার তাঁকে থামায় এবং মহিলার বিরুদ্ধে কালাজাদু করার অভিযোগ করে ।

পুলিশ সুপার আরও জানান যে ওই মহিলা যখন অভিযোগ অস্বীকার করেন, তখন সবাই তাঁকে লাথি ও ঘুঁষি মারতে শুরু করে এবং এমনকি তাঁর জামাকাপড় ছিঁড়ে ফেলে ৷ তারপর অভিযুক্তরা ওই মহিলাকে পুরো গ্রামে টেনে নিয়ে যায় ও তার মুখের মধ্যে মলমূত্র ফেলে দেয় ৷

মহিলার কাছে আরও জানিয়েছেন যে এই ঘটনার সময় গ্রামের অন্যরাও সেখানে উপস্থিত ছিলেন ৷ কিন্তু কেউই প্রতিবাদ করেননি ৷ অনেকে তাঁর উপর আরও অত্যাচার করার জন্য অভিযুক্তদের উস্কানি দিয়েছেন ৷ অনেকে এই ঘটনা মোবাইলে রেকর্ডও করে নেয় ৷ তিনি প্রথমে স্থানীয় আমোলা থানায় অভিযোগ নিয়ে গিয়েছিলেন ৷ কিন্তু একটি সাদা কাগজে তাঁর অভিযোগ নেওয়া হয় ৷ কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

অভিযুক্তদের সঙ্গে পুলিশের যোগসাজশের অভিযোগ তুলেছেন ওই মহিলা । অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এসপি অফিসে আবেদন করেছেন তিনি । এসপি অবিলম্বে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন ।

আরও পড়ুন:

  1. প্রতিবেশীরা কালাজাদু করছে! সন্দেহের বশে মা-ছেলেকে খুনের অভিযোগ মেহবুবাবাদে
  2. স্ত্রীর মুণ্ডু হাতে নিয়ে রাস্তায় ঘুরছেন স্বামী, বারাবাঙ্কির ঘটনায় চাঞ্চল্য
  3. কুমারীদের পুজো করলে অর্থবৃষ্টি হবে, প্রলোভন দেখিয়ে 2 নাবালিকাকে ধর্ষণ সাধুর

ABOUT THE AUTHOR

...view details