পশ্চিমবঙ্গ

west bengal

জমি দুর্নীতি ও হাওয়ালা মামলায় হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে ইডি

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 10:57 AM IST

Updated : Jan 29, 2024, 1:15 PM IST

Hemant Soren Gets Ultimatum From ED: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে হানা দিল এলফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ এই মুহূর্তে তিনি দিল্লিতেই রয়েছেন ৷ এর আগে হেমন্ত সোরেনকে জমি দুর্নীতির টাকা হাওয়ালা মারফত পাচারের মামলায় নোটিশ জারি করেছিল ইডি ৷ 31 জানুয়ারির মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 29 জানুয়ারি: এই মুহূর্তে দিল্লি সফরে রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ আর সেখানেই হেমন্তের দিল্লির বাড়িতে আজ সকালে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ জমি দুর্নীতির টাকা হাওয়ালা মারফত পাচারের মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দশ নম্বর নোটিশ ইতিমধ্যেই দিয়েছে ইডি ৷ 29-31 জানুয়ারির মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, আজ ইডির তরফে হেমন্ত সোরেনকে 31 জানুয়ারির মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হতে বলা হয়েছে ৷

সূত্রের খবর, দিল্লিতে ঝাড়খণ্ড হাউসের সকল কর্মী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতাদের ফোন বাজেয়াপ্ত করে নেয় ইডি ৷ অন্যদিকে, দিল্লিতে সোরেনের সরকারি বাসভবনে ইডির অভিযানের পরেই, হইচই পড়ে যা ঝাড়খণ্ডের সচিবালয়ে ৷ ঝাড়খণ্ডের মুখ্যসচিব এল খ্যাংতে সব প্রিন্সিপাল সেক্রেটারি এবং অন্যান্য দফতরের সচিবদের জরুরি বৈঠকও ডেকেছেন ৷ এমনকি ঝাড়খণ্ডে মুখ্য়মন্ত্রীর বাসভবনেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সচিবালয় ও হেমন্ত সোরেনের বাড়িতে ৷

উল্লেখ্য, গত 20 জানুয়ারি জমি কেলেঙ্কারি ও হাওয়ালা মামলার তদন্ত হেমন্ত সোরেনের ঝাড়খণ্ডের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি ৷ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে প্রায় 7 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকরা ৷ এই মামলায় এখনও পর্যন্ত ইডি হেমন্ত সোরেনকে মোট দশটি নোটিশ পাঠিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ৷

হেমন্ত সোরেন রাঁচির বারিয়াতু এলাকায় অবস্থিত একটি জমি দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে রয়েছেন ৷ মোট 8.46 একরের ওই জমিতে 12টি প্লট রয়েছে ৷ কিন্তু, পুরো জমিটা অবৈধভাবে ঘিরে ফেলা হয়েছে বলে অভিযোগ ৷ উল্লেখ্য, ইডি 2023 সালের 13 এপ্রিল প্রথম তল্লাশি অভিযান চালায় আয়কর বিভাগের ডেপুটি ইন্সপেক্টর ভানু প্রতাপ প্রসাদের বাড়িতে ৷ সেখানে দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি বাজেয়াপ্ত করে ৷ সেখান থেকেই এই জমি দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে ৷

সেই মতো গতবছর রাঁচি সদর থানায় একটি এফআইআর দায়ের করে ইডি ৷ তদন্ত চলাকালীন, বাদগাইয়ের সিও মনোজ কুমার, আয়কর বিভাগের ডেপুটি ইন্সপেক্টর ভানু প্রতাপ প্রসাদ এবং নিরাপত্তারক্ষী জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন, উদ্ধার হওয়া নথিতে উল্লেখ থাকা ওই জমিটি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ৷ তারপরেই হেমন্ত সোরেনকে এই মামলায় জিজ্ঞাসাবাদ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

আরও পড়ুন:

  1. আর্থিক তছরূপের অভিযোগ, মুখ্যমন্ত্রী হেমন্তের মিডিয়া উপদেষ্টার বাড়িতে তল্লাশি ইডি'র
  2. ইডির বিরুদ্ধে হেমন্তকে ঝাড়খণ্ড হাইকোর্টে মামলার পরামর্শ সুপ্রিম কোর্টের
  3. ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আগামী 24 অগস্ট তলব ইডির
Last Updated : Jan 29, 2024, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details