নয়াদিল্লি, 29 জানুয়ারি: এই মুহূর্তে দিল্লি সফরে রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ আর সেখানেই হেমন্তের দিল্লির বাড়িতে আজ সকালে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ জমি দুর্নীতির টাকা হাওয়ালা মারফত পাচারের মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দশ নম্বর নোটিশ ইতিমধ্যেই দিয়েছে ইডি ৷ 29-31 জানুয়ারির মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, আজ ইডির তরফে হেমন্ত সোরেনকে 31 জানুয়ারির মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হতে বলা হয়েছে ৷
সূত্রের খবর, দিল্লিতে ঝাড়খণ্ড হাউসের সকল কর্মী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতাদের ফোন বাজেয়াপ্ত করে নেয় ইডি ৷ অন্যদিকে, দিল্লিতে সোরেনের সরকারি বাসভবনে ইডির অভিযানের পরেই, হইচই পড়ে যা ঝাড়খণ্ডের সচিবালয়ে ৷ ঝাড়খণ্ডের মুখ্যসচিব এল খ্যাংতে সব প্রিন্সিপাল সেক্রেটারি এবং অন্যান্য দফতরের সচিবদের জরুরি বৈঠকও ডেকেছেন ৷ এমনকি ঝাড়খণ্ডে মুখ্য়মন্ত্রীর বাসভবনেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সচিবালয় ও হেমন্ত সোরেনের বাড়িতে ৷
উল্লেখ্য, গত 20 জানুয়ারি জমি কেলেঙ্কারি ও হাওয়ালা মামলার তদন্ত হেমন্ত সোরেনের ঝাড়খণ্ডের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি ৷ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে প্রায় 7 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকরা ৷ এই মামলায় এখনও পর্যন্ত ইডি হেমন্ত সোরেনকে মোট দশটি নোটিশ পাঠিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ৷