পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফেমা মামলায় বৃহস্পতিতে মহুয়াকে দিল্লিতে তলব করল ইডি - ED summons Mahua Moitra - ED SUMMONS MAHUA MOITRA

ED summons Mahua Moitra: ফেমা মামলায় বৃহস্পতিবার মহুয়া মৈত্রকে তলব করল ইডি ৷ সরকারি একটি সূত্র এ কথা জানিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 1:40 PM IST

Updated : Mar 27, 2024, 2:12 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ: এবার তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ফেমা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামিকাল, অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে মহুয়া মৈত্রকে ডেকে পাঠিয়েছে ইডি ৷ সরকারি একটি সূত্রে এ কথা জানা গিয়েছে ৷ লোকসভা ভোটের আগে সিবিআই তল্লাশি নিয়ে সরব হয়ে কমিশনে চিঠি দিয়েছিলেন মহুয়া ৷ তবে এরই মধ্যে এ বার তাঁকে দিল্লিতে ডেকে পাঠাল ইডি ৷

28 মার্চ ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) লঙ্ঘনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এবং ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে নতুন সমন জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বুধবার সরকারি একটি সূত্র এ কথা জানিয়েছে ৷

49 বছর বয়সি তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়াকে এর আগেও কেন্দ্রীয় সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল । গত ডিসেম্বরে অনৈতিক আচরণের অভিযোগে লোকসভা থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে ৷ আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর আসন থেকেই ফের টিকিট দিয়েছে তাঁর দল ৷

গত শনিবার টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় তাঁর কলকাতা, কৃষ্ণনগর ও করিমপুর-সহ চার আস্তানায় অভিযান চালায় সিবিআই ৷ তারই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া ৷ লোকসভা নির্বাচনের আগে তদন্তে এই তৎপরতা নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী ৷ চিঠিতে তিনি লেখেন, লোকসভা নির্বাচনের জন্য দেশে আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে ৷ তারপরও তদন্তের নামে প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছে সিবিআই । এক্ষেত্রে কমিশনের কাছে মহুয়া মৈত্রের দাবি ভোট প্রচার চলাকালীন তদন্তের বিষয়ে একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিক নির্বাচন কমিশন ।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ আনায় এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল দুর্নীতি বিরোধী ন্যায়পাল লোকপাল ৷ তার কয়েকদিন পরেই মহুয়ার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

তৃণমূল নেত্রী দুবাইয়ের ব্যবসায়ী হিরানন্দানির কাছ থেকে নগদ ও উপহারের বিনিময়ে শিল্পপতি গৌতম আদানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর আক্রমণ করে সংসদে প্রশ্ন করেছিলেন, এই অভিযোগ করেছিলেন লোকসভার সাংসদ নিশিকান্ত দুবে । সূত্র জানিয়েছে, একটি অনাবাসিক বহিরাগত (এমআরই) অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত লেনদেনগুলি ইডি-র স্ক্যানারে রয়েছে ৷ এছাড়াও নজরে আছে অন্যান্য বিদেশি রেমিট্যান্স এবং তহবিল স্থানান্তরের হিসেব ৷ তবে অভিযোগ অস্বীকার করে মহুয়া দাবি করেছেন যে, তিনি আদানি গ্রুপের চুক্তি নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে টার্গেট করা হচ্ছে । (পিটিআই)

আরও পড়ুন:

  1. আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরও সিবিআই তদন্ত, কমিশনে মহুয়া
  2. 'সিবিআই খুঁজে কিছুই পায়নি, আমি আর সায়নী এখনও খুঁজছি'; সোশাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক মহুয়া
  3. কৃষ্ণনগরের অফিসের পর মহুয়ার করিমপুরের বাড়ি গেল সিবিআই, কলকাতা থেকে বাজেয়াপ্ত ল্যাপটপ-নথি
Last Updated : Mar 27, 2024, 2:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details